কাশিপুরে বড় ভাইর হাতে ছোট ভাই আহত কাশিপুরে বড় ভাইর হাতে ছোট ভাই আহত - ajkerparibartan.com
কাশিপুরে বড় ভাইর হাতে ছোট ভাই আহত

1:00 am , June 6, 2021

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ২৯ নং ওয়ার্ড কাশিপুরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আহত হয়েছেন। শনিবার সকালে নগরীর ২৯নং ওয়ার্ড কাশিপুর হাই স্কুল এন্ড কলেজের সামনে তালুকদার বাড়ীতে এ ঘটনা ঘটে। এলাকার বাসিন্দারা বলেন, তালুকদার বাড়ীর আবু শহীদ তালুকদারের সাথে তার ছোট ভাই রাজ্জাক তালুকদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তা নিয়ে এ ঘটনা ঘটেছে। আহত রাজ্জাক বলেন, জমিতে বড় ভাই আবু শহীদ জোর পূর্বক মাটি কাটতে গেলে নিষেধ করা হয়। এ সময় তার উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
এ ঘটনায় রাজ্জাক গুরুত্বর আহত হলে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। আহত সূত্রে জানা যায় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর দুই হাত, দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।
এ ব্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান। এছাড়া আবু শহীদ তালুকদারের বিরুদ্ধে একাধিক মামলা ও ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT