জৈষ্ঠ্যের তাপদাহে পুড়ছে নগরবাসী জৈষ্ঠ্যের তাপদাহে পুড়ছে নগরবাসী - ajkerparibartan.com
জৈষ্ঠ্যের তাপদাহে পুড়ছে নগরবাসী

3:59 pm , May 29, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ জৈষ্ঠ্যর তাপদাহে পুড়ছে কীর্তনখোলা নদী তীরবর্তী বরিশাল নগরীর বাসিন্দারা। ঘূর্ণিঝড় ইয়াস বুধবার হানা দেওয়ার পর থেকে দিনে দিনে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় শহরের কর্মজীবীদের প্রাণ ওষ্ঠাগত। প্রকৃতির শীতল পরশের জন্য ব্যাকুল হয়ে উঠেছে নদীতীরবর্তী এই শহরের মানুষ। এ তাপমাত্রা আগামী ৪৮ ঘন্টায় আরো বাড়তে পারে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস। বরিশাল আবহাওয়া অফিসের জেষ্ঠ্য উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, ঘূর্ণিঝড়ে আশানুরূপ বৃষ্টিপাত না হওয়ায় পরিবেশের তাপমাত্রা বাড়ছে। গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২.৭ ও সর্বনিম্ন ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিলো সর্বোচ্চ ৩৩.৭ ও সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বিকাল তিনটায় যা বেড়ে দাঁড়িয়েছে সর্বোচ্চ ৩৪.৮ ডিগ্রি তাপমাত্রায়। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো শতকরা ৫৯ ভাগ। এই তাপমাত্রা আগামী ৪৮ ঘন্টায় আরো বাড়তে পারে। আগামী কয়েক দিনে সামান্য বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT