চরফ্যাসনে বাল্য বিয়ের অপরাধে বরসহ ৩ জনের কারাদন্ড চরফ্যাসনে বাল্য বিয়ের অপরাধে বরসহ ৩ জনের কারাদন্ড - ajkerparibartan.com
চরফ্যাসনে বাল্য বিয়ের অপরাধে বরসহ ৩ জনের কারাদন্ড

2:45 pm , January 31, 2021

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনে বাল্য বিয়ের অপরাধে বর, বরের বাবা ও কনের বাবা ৬ মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্টেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রিপন বিশ্বাস। রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বলেন, বরের বাড়ীতে বউ ভাতের আয়োজন চলছিল। সেখান থেকে বর মোঃ সোহেল(২৯) কনে এস এসসি পরীক্ষার্থী(১৬) বরের বাবা আব তাহের ও কনের বাবা নুরুজ্জামান সহ প্রত্যেককে ৬ মাস করে দ-াদেশ প্রদান করেন।
কনের বাড়ী ভোলা জেলার লালমোহন উপজেলার অন্নদা প্রসাদ গ্রামে। বর সোহেলের বাড়ী চরফ্যাসন উপজেলার ওচমানগঞ্জের উত্তর ফ্যাসন গ্রামে।
জানা গেছে তিন দিন আগে লালমোহন উপজেলার অন্নদা প্রসাদ গ্রামের নুরুজ্জামান এর এস এস সি পড়ুয়া মেয়ের সাথে চরফ্যাসনের ওচমানগঞ্জের উত্তর ফ্যাসন গ্রামের আবু তাহের এর ছেলে সোহেলের সাথে বিয়ে সম্পন্ন হয়।
কনের বয়স কম থাকায় চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপন বিশ্বাস উভয় পক্ষের ৩ জন কে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন বর সোহেল, বরের বাবা আবু তাহের ও কনের বাবা নুরুজ্জামান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT