কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন - ajkerparibartan.com
কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন

2:22 pm , January 10, 2021

কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ গৈয়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. হান্নান খানের হামলায় প্রধান শিক্ষক এস,এম শামসুদ্দীন আহত হওয়র ঘটনায় উপজেলার শিক্ষকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। গত ৮ জানুয়ারী এই হামলার প্রতিবাদে ফুসেওঠা শিক্ষকরা রবিবার বেরা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে। এই কর্মসূচির সভাপতিত্ব করেন খেপুপাড়া মঙ্গলসুখ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরাইয়া নাসরীন। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অভিযুক্ত হান্নান খানকে অবিলম্বে গ্রেফতার ও দৃস্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক তরিকুল ইসলাম ও শাহ সুজার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, খেপুপাড়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মঞ্জুরুল আলম, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, খেপুপাড়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, প্রধান শিক্ষক সাহেলা পারভীন, নাজমুস সাকিব খান কনা, সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন প্রমূখ। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে অভিযুক্ত সভাপতি হান্নান খানের দৃস্টান্ত মূলক শাস্তির দাবি নিশ্চিতে শত শত শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহনে একটি পদ যাত্রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় গিয়ে শেষ হয়। এঘটনায় গত শনিবার রাতে আহত শিক্ষকের ভাই এস,এম ফকরুদ্দীন বাদি হয়ে হান্নান খান ও মন্নান হাওলারকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রফতার করতে পারেনি। মামলার আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে। দ্রুত আসামীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান নিশ্চিত করেন ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT