বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের কঠোর শাস্তির দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের কঠোর শাস্তির দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ - ajkerparibartan.com
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের কঠোর শাস্তির দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ

3:08 pm , December 18, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান অবমাননাকারীদের গেফতার ও কঠোর শাস্তির দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তরের শ্রমিক লীগের সহ-সভাপতি শাহী ৯৯ জর্দ্দা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শামিম আহমেদের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুমারপট্রি থেকে শুরু হয়ে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর চৌমাথায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদর এ্যাডভোকেট খান সাইফুলাহ পনির। বক্তৃতা করেন জেলার যুগ্ন সাধারন সম্পাদক এবং পৌর কাউন্সিলর তরুন কর্মকার এবং শ্রমিকলীগ নেতা শামিম আহমেদসহ অন্যন্যরা। বক্তারা বলেন, যার জন্য আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। পেয়েছি লাল-সবুজের পতাকা। সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙ্গেছে তাদের আইনের মাধ্যমে বিচার করতে হবে। একই সাথে দেশের প্রতিটি জেলা-উপজেলায় এ মহান ব্যক্তির ভাস্কর্য্য স্থাপনের দাবি জানানো হয়। শামিম আহমেদ বলেন, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মান আমাদের গর্বের বিষয়। এর মধ্য দিয়ে জাতির পিতার চেতনা বাস্তবায়ন হবে এবং সুখী সমৃদ্ধ অসম্প্রদায়িক দেশ গড়ার ক্ষেত্রে আমারা আরো একধাপ এগিয়ে যাবো। এ জন্য প্রতিটি স্থানে প্রয়োজন বঙ্গবন্ধুর ভাস্কর্য্য নির্মাণ। আর কুষ্টিয়ার যারা মহানায়কের ভাস্কর্য্য ভেঙ্গেছে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ারও দাবি জানান এ নেতা। বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে ঝালকাঠির বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ থেকে শুরু করে অঙ্গ সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল সহকারে এক স্থানে জড়ো হয়। এরপর হাজার হাজার মানুষের বিক্ষোভে প্রকম্পিত হয় ঝালকাঠি শহর। এ সময় শামিম আহমেদ নিজেও শ্লোগান দেন জাতির পিতার ভাস্কর্য্য ভাঙ্গার প্রতিবাদে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT