আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বেড়েছে একমাস আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বেড়েছে একমাস - ajkerparibartan.com
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বেড়েছে একমাস

2:55 pm , November 30, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা পরিস্থিতির কারনে ব্যক্তি শ্রেনীর ২০২০-২১ অর্থ বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী একমাস বাড়ানো হয়েছে। তবে প্রাতিষ্ঠানিক কর দাতাদের জন্য এ আদেশ প্রযোজ্য নয় বলে জানিয়েছে বরিশাল কর অঞ্চল সদর সার্কেল এর কর্মকর্তরা। গতকাল সোমবার আয়কর রিটার্ন জমা দেয়ার তারিখ ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়। গতকাল শেষ দিনে বিকেল ৪ টায় জাতীয় রাজস্ব বোর্ড এর দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. মহিদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এর বিজ্ঞপ্তিতে এ সময়সীমা বর্ধিত করনের বিষয়টি নিশ্চিত করা হয়। অন্যদিকে ১ নভেম্বর থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে বরিশাল কর অঞ্চলের ১০ টি সার্কেল এর কর দাতাদের আয়কর রিটার্ন গ্রহন করা হয়েছে। কর অফিস সূত্র জানায়, বরিশাল কর অঞ্চলের ১০ টি সার্কেল এ মোট ৫০ হাজারের বেশি নিয়মিত করদাতা রয়েছেন। তাদের মধ্যে ১ নভেম্বর থেকে গতকাল সোমবার পর্যন্ত ২৮ হাজরের বেশি আয়কর রিটার্ন জমা পড়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এবার নো মাস্ক নো সার্ভিস এর মাধ্যমে উন্মুক্ত স্থানে ৩ টি বুথ স্থাপন করে করদাতাদের রিটার্ন জমা নেয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রিটার্ন জমা নেয়ার বাইরেও রাত ৯ টা পর্যন্ত সংশ্লিষ্ঠ কাজে নিয়োজিত ছিলেন কর কর্মকর্তা কর্মচারিগন। প্রথম ১৫ দিন ২ জন উপ-কর কমিশনার এর শেষের ১৫ দিন কাজ করেছেন মোট ৪ জন উপ-কর কমিশনার। ৩ বুথে রিটান্র্ গ্রহন, এন্ট্রি ও সিল মোহর পেটানোর কাজে ২০ জনের অধিক কর্মকর্তা-কর্মচারিগন গত এক মাস নিরলস পরিশ্রম করেছেন। এসকল তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কর অফিসের কর্মকর্তা এস এম নজরুল ইসলাম। কর কমিশনার মোহাম্মাদ মোস্তফা জানান, কোভিড-১৯ পরিস্থিতির কারনে ব্যক্তি শ্রেনির করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী একমাস বাড়ানো হয়েছে। গত একমাস স্বাস্থ্য বিধিকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ সতর্কতার সাথে রিটার্ন জমা নেয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT