রাজাপুরে স্ত্রীর যৌতুক মামলায় স্কুল শিক্ষক কারাগারে রাজাপুরে স্ত্রীর যৌতুক মামলায় স্কুল শিক্ষক কারাগারে - ajkerparibartan.com
রাজাপুরে স্ত্রীর যৌতুক মামলায় স্কুল শিক্ষক কারাগারে

12:46 pm , November 23, 2020

রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুরের কেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বখতিয়ার উদ্দিন ফরাজিকে তার স্ত্রী দায়ের করা যৌতুক মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার আসামী জামিনের আবেদন করলে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এর বিচারক এএইচ এম ইমরানুর রহমান আসামীর জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বখতিয়ার উপজেলার বামনকাঠি গ্রামের বারেক ফরাজির ছেলে। মামলার বাদি পক্ষের আইনজীবি অ্যাড. হাসান সিকদার জানান, ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল আদালত-১ এ ওই স্কুল শিক্ষকের নামে তার স্ত্রী ২ সন্তানের জননী আরিফুন নেছা মনি বাদি হয়ে যৌতুক আইনে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর মামলা (সিআর ২০৯/১০) দায়ের করেন। রোববার আসামী জামিনের আবেদন করলে শুনানী শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট বরিশাল জেলা শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট বরিশাল জেলা শাখার আহ্বায়ক দীপংকর মৃধা’র সভাপতিত্বে সভায় সদস্য সচিব উজ্জ্বল রাহাসহ যুগ্ন আহবায়ক ও সদস্য বৃন্দরা বক্তব্য রাখেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT