3:19 pm , October 19, 2020
ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়া-মঠবাড়ীয়া সড়কের ভান্ডারিয়া উপজেলার কলোনি বাজার এলাকায় সোমবার বিকেলে ইজিবাইকের চাপায় আঃ কাদের হাওলাদার (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। সে চিংগুড়িয়া গ্রামের নূর আলী হাওলাদারের ছেলে। পুলিশ ইজিবাইক চালক কাওছার হাওলাদারকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কলোনি বাজার জামে মসজিদের প্রাক্তন ইমাম কাদের হাওলাদার রাস্তা পাশে দাড়ানো ছিল এসময় চারখালী- ভা-ারিয়াগামী ব্যাটারী চালিত একটি যাত্রীবাহী ইজিবাইক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। ভা-ারিয়া থানার অফিসার ইনচার্জ এস,এম মাকসুদুর রহমান জানান, পুলিশ ইজিবাইক চালক কাওছার হাওলাদারকে গ্রেপ্তার করেছে। সে ইকড়ি ইউনিয়নের ঝাউতলা গ্রামের পান্না হাওলাদারের ছেলে। নিহত পরিবারের অভিযোগ পেলে তার বিরুদ্ধে মামলা করা হবে।