ভোলায় ইসলামী আন্দোলনের ধর্ষন বিরোধী সমাবেশে ভোলায় ইসলামী আন্দোলনের ধর্ষন বিরোধী সমাবেশে - ajkerparibartan.com
ভোলায় ইসলামী আন্দোলনের ধর্ষন বিরোধী সমাবেশে

3:21 pm , October 9, 2020

ছয় মাসের মধ্যে বিচার সম্পন্ন ও রায় কার্যকর করার দাবী

মো. আফজাল হোসেন, ভোলা ॥ পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের কথা উল্লেখ করে ধর্ষন বিরোধী আন্দোলনে বক্তারা সরকারকে হুশিয়ারী উচ্চারন করে আরেকটি যুদ্ধে অংশ নেয়ার আহবান জানিয়েছে ইসলামী আন্দোলনের ভোলার জেলার নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বাদ জুম্মা ইসলামী আন্দোলনের ভোলা জেলা শাখার আয়োজনে ধর্ষন বিরোধী প্রতিবাদ সমাবেশে বক্তারা এ আহবান জানিয়েছেন। সমাবেশে সংগঠনটির জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা আতাউর রহমান বলেন, পাক বাহিনী যখন আমাদের মা-বোনদের ধর্ষন করে, তখন দেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধ করেছিলো। এখন দেশে যেভাবে ধর্ষন বেড়েছে, তাতে চরমোনাই পীর সাহেব এর নেতৃত্বে আরেকটি ইসলামী মুক্তিযুদ্ধ হবে। সেই যুদ্ধে সকলকে অশংগ্রহনের আহবান জানান তিনি। এছাড়া তিনি দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের ফরিদপুরের ছাত্রলীগ নেতার কথা উল্লেখ, করে অপর এক বক্তা বলেন, এই অবস্থা হলে আওয়ামী লীগ এর বড় বড় নেতাদের কি অবস্থা। তা দেশের মানুষ বুঝে ফেলেছে। বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রীর সোনার ছেলে ছাত্রলীগ দেশে ধর্ষনসহ যে অপকর্ম করছে তা তিনি দেখছেন না। ছাত্র ও যুবলীগরা যে ভাবে ধর্ষনসহ অপকর্ম করে যাচ্ছে তাতে দেশের ঘরের মা-বোন আর স্ত্রী, সন্তানরা নিরাপদ না। ধর্ষনের কথা উল্লেখ করে বলেন, ফাঁসির রায় বছরের পর বছর ঝুলে থাকে। এসব আইন করে কি লাভ। যা কার্যকর হচ্ছে না। তাই ৬ মাসের মধ্যে দ্রুত বিচাঁর শেষে তা কার্যকর করার জন্য সরকারের প্রতি আহবান জানান। একই সাথে তারা বিএনপিকে দোষারোপ করে বলেন, আপনারাও ক্ষমতায় এসে ইসলামের জন্য কিছু করেন নাই। আর এখন ক্ষমতায় যাওয়ার জন্য বসে রয়েছেন। আমরা আন্দোলন করবো আর আপনারা ক্ষমতায় যাবেন তা হবে না। দেশের ইসলামী আইন পাস না হলে এসব বন্ধ হবে না। তাই বক্তারা চরমোনাই পীর সাহেব এর নেতৃত্বে সরকার গঠনের জন্য আন্দোলন করছেন বলে জানান। এছাড়া তারা আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী দিবেন বলেও ঘোষনা দেন সমাবেশ থেকে। সংগঠনের সভাপতি মৌলভী মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, সহসভাপতি মাওলানা তাজ উদ্দিন, যুগ্ন-সম্পাদক মো: তরিকুল ইসলাম প্রমূখ। এদিকে হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হলে কালীনাথ রায়ের বাজার মোড়ে বিপুল সংখক পুলিশ বিক্ষোভ মিছিলে বাঁধা দেয়। তবে নেতা-কর্মীদের কঠোর অবস্থানের কারনে পুলিশ বিক্ষোভ মিছিল ছেড়ে দিতে বাধ্য হয়। মিছিলটি ধর্ষন,সরকার,ছাত্র ও যুবলীগ বিরোধী স্লোগান দেয়। শহরের সদর রোড, বাংলা স্কুল মোড় হয়ে নতুন বাজার এলাকায় এসে শেষ হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT