3:29 pm , September 5, 2020
মোঃ জসিম জনি, লালমোহন ॥ ডিজিটাল লালমোহন-তজুমদ্দিন উপজেলা গড়ার অংশ হিসেবে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নামে ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। শনিবার লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এ ওয়েবসাইটের উদ্বোধন করে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের কারণে আজ বাংলাদেশ ডিজিটাল দেশে পরিণত হয়েছে। জয়ের কারণেই আজ আমাদের তরুন প্রজন্ম আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনছে। তারই ধারাবাহিকতায় নূরুন্নবী চৌধুরী শাওন এমপির নামে ওয়েবসাইট চালু ও ফ্রি আইসিটি প্রশিক্ষণের ব্যবস্থা করে লালমোহন এবং তজুমদ্দিন উপজেলাকে ডিজিটাল উপজেলায় পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়েব সাইটের মাধ্যমে জনগণ তাদের কাঙ্খিত সেবা গ্রহণ করতে পারবে। জনগণ ও এমপির সাথে সেতুবন্ধন তৈরি হবে এ ওয়েবসাইটের মাধ্যমে। এমপি শাওন আরো বলেন, এখন লালমোহনে বসেই তরুণ প্রজন্ম ফ্রি আইসিটি প্রশিক্ষণ পাচ্ছে। এর মাধ্যমে ঘরে বসেই বিশে^র সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে তরুণ প্রজন্ম। নিজেকে প্রযুক্তি নির্ভর দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি শাওনের ছেলে ফ্রি আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও ওয়েবসাইট নির্মাতা ইশরাক চৌধুরী নাওয়াল, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম তানজীদ প্রমূখ। এর আগে তিনি লালমোহন হাসপাতালে সমন্বয়সভায় সভাপতিত্ব করেন।