বরিশাল কলেজকে অশ্বিনী কুমার দত্তের নামকরন বাস্তবায়নে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন বরিশাল কলেজকে অশ্বিনী কুমার দত্তের নামকরন বাস্তবায়নে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন - ajkerparibartan.com
বরিশাল কলেজকে অশ্বিনী কুমার দত্তের নামকরন বাস্তবায়নে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

2:55 pm , July 14, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ সরকারি বরিশাল কলেজকে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ বাস্তবায়নে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ওই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত সোমবার বিকেলে নগরীর কীর্তনখোলা মিলনায়তনে মতবিনিময় সভায় বাস্তবায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটি গঠনের পর বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে আহবায়ক হচ্ছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, কেএসএ মহিউদ্দিন মানিক বীরপ্রতীককে যুগ্ম আহ্বায়ক, উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরণকে সদস্য সচিব এবং মহাত্মা অশি^নী কুমার স্মৃতি সংসদের সভাপতি স্নেহাংশু বিশ^াসকে সমন্বয়কারী করা হয়েছে।
কমিটির উপদেষ্টা সদস্যরা হচ্ছেন শিক্ষাবিদ অধ্যক্ষ মো. হানিফ, ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহম্মেদ, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখার সভানেত্রী রাবেয়া খাতুন, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান।
১০১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উল্লেখেযোগ্য হচ্ছেন, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল, বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, বরিশাল নাটক সভাপতি কাজল ঘোষ, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলার সভাপতি নজরুল হক নীলু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য শুভংকর চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাড. একে আজাদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, খেলাঘর বরিশাল জেলার সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিম-লীর সদস্য আজমল হোসেন লাবু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সমকাল বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, বাংলাদেশ হেলথ জানালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক তৌফিক মারুফ, চিত্রশিল্পী মনিরুজ্জামান, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, গণনাট্য সংস্থার আজিজুর রহমান খোকন, নদী-খাল জলাশয় রক্ষা আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু, সুরঞ্জিত দত্ত লিটু, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক অপূর্ব গৌতম, চারুকলা বরিশালের অ্যাড. সুভাষ দাস নিতাই।
কমিটি ঘোষণার পর সরকারি বরিশাল কলেজকে মহাত্মা অশি^নী কুমার দত্তের নামে নামকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাড. মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সরকারি বরিশাল কলেজকে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ বাস্তবায়ন করার জন্য কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে আগামী ১৬ জুলাই বেলা ১১টায় অশি^নী কুমার হল চত্বরে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন শেষে সরকারের নেওয়া উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী এবং জেলার প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হবে। আগামী ১৯ জুলাই একই দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেয়া হবে। পরবর্তী সময় সর্বস্তরের নাগরিকদের সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে।
কমিটির আহ্বায়ক মানবেন্দ্র বটব্যাল বলেন, আমরা বিশ^াস করি সরকারি বরিশাল কলেজের সঙ্গে মহাত্মা অশি^নী কুমারের নাম যুক্ত করার পক্ষেই সবাই ছিলেন এবং আছেন। চলমান এই কার্যক্রমের সঙ্গে সরকার এবং মুক্তিযুদ্ধের সকল শক্তি আগের মতো থেকেই দ্রুত বাস্তবায়নে সহযোাগিতা দেবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT