আজ বন্ধ থাকবে শেবাচিমের করোনা সনাক্তের যন্ত্র আজ বন্ধ থাকবে শেবাচিমের করোনা সনাক্তের যন্ত্র - ajkerparibartan.com
আজ বন্ধ থাকবে শেবাচিমের করোনা সনাক্তের যন্ত্র

2:49 pm , June 6, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে করোনা পরীক্ষার পিসিআর মেশিন স্থাপণের এক মাস পর আজ একদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। দীর্ঘ দিন করোনা আক্রান্ত সন্দেহে পরীক্ষা চালানোর পর জীবানুমুক্ত করতে একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অসিত ভূষন।তিনি জানান, ৭ এপ্রিল থেকে এই মেশিনে করোনা সনাক্ত করা হচ্ছে। প্রথম দিকে দৈনিক ৯৪ জনের পরীক্ষা করা যেত। পরে দুই শিফটে ১৮৮ জনের পরীক্ষা ও বর্তমানে ৩ শিফটে ২৮২ জনের পরীক্ষা করো হচ্ছে। কিন্তু গত এক মাসের এর জীবানুমুক্ত করা হয়নি। সিডিউল অনুযায়ী রোববার এই মেশিনের ও রুমের জীবানুমুক্ত করা হবে। এ জন্য রোববার কোন পরীক্ষা হবে না। যথারীতি সোমবার থেকে আবারো পরীক্ষা শুরু হবে। বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, রোববারের পরীক্ষা থাকলে তার নমুনা ঢাকায় প্রেরণ করা হবে। বিভাগের অনেক নমুনাই এখনো ঢাকা থেকে হয়ে আসে। সে অনুযায়ী ঢাকা থেকে পরীক্ষা করা হবে। বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, একটি সিডিউল করা হয়েছে, সে অনুযায়ী রোববার পরীক্ষা বন্ধ থাকবে। এ জন্য ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমোতি নেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT