পিরোজপুর ইয়ুথ সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি পিরোজপুর ইয়ুথ সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি - ajkerparibartan.com
পিরোজপুর ইয়ুথ সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি

2:44 pm , June 5, 2020

পিরোজপুর প্রতিবেদক ॥ বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০২০ টি ফলদ গাছ রোপন কর্মসূচি শুরু করেছে পিরোজপুর ইয়ূথ সোসাইটি। শুক্রবার সকালে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে একটি ফলের চাড়া লাগিয়ে এ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র সাদউল্লাহ লিটন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলম, জেলা উদীচীর সাধারণ সম্পাদক খালিদ আবু, পুলিশ ইনেসপেক্টর হাসনাইন পারভেজ, ক্রীড়া সংগঠক আজমল হুদা নিঝুম, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: তামিম সরদার, পিরোজপুর ইয়ূথ সোসাটির প্রধান সমন্বয়কারী মো: হাসিবুল ইসলাম হাসান সহ পিরোজপুর ইয়ূথ সোসাটির সদস্যরা।
পিরোজপুর ইয়ূথ সোসাটির প্রধান সমন্বয়কারী মো: হাসিবুল ইসলাম হাসান জানান, কোভিড-১৯ এর তান্ডবে সারাবিশ্বের মানুষ যখন বিপর্যস্ত তখন প্রকৃতিতে ফিরেছে প্রাণ। গত চার মাস ধরে পৃথিবীর মানুষ একপ্রকার ঘরবন্দি। প্রকৃতির উপর চালানো অবিচার কমে আসায় প্রকৃতি যেন নিজেকে মেলে ধরেছে। তাই প্রকৃতিকে আরো সুন্দর করার লক্ষ্যেই পিরোজপুর ইয়ূথ সোসাইটি বিশ^ পরিবেশ দিবস-২০২০ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০২০ টি ফলদ গাছ রোপণ কার্যক্রমে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ফলের চাড়া লাগিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হলো। চলতি মাসের মধ্যেই ২০২০টি গাছের চাড়া লাগিয়ে এবারের প্রতিপাদ্য “ জীব বৈচিত্র” ফিরিয়ে আনার অঙ্গিকার আমাদের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT