করোনা ঠেকাতে ঢাকায় আসছেন চীনের বিশেষজ্ঞরা করোনা ঠেকাতে ঢাকায় আসছেন চীনের বিশেষজ্ঞরা - ajkerparibartan.com
করোনা ঠেকাতে ঢাকায় আসছেন চীনের বিশেষজ্ঞরা

3:21 pm , June 4, 2020

পরিবর্তন ডেস্ক ॥ বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সহায়তার জন্য চীনের একটি মেডকেল বিশেষজ্ঞ দল আগামী ৮ জুন বাংলাদেশে আসছে। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ চীনা দূতাবাস সূত্রে এসব তথ্য জানা যায়। চীনা মেডিকেল বিশেষজ্ঞ দলের ঢাকা সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে করোনাভাইরাস কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, চীনের বিশেষজ্ঞরা এ বিষয়ে বাংলাদেশে কাজ করবেন। তাদের ৮ জুন ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।’ এদিকে চীনা দূতাবাস দেশটির মেডিকেল বিশেষজ্ঞ দলের ঢাকা সফরের বিষয়টি এক বার্তায় নিশ্চিত করেছে। চীনা দূতাবাস জানায়, চীনের যে বিশেষজ্ঞ দলটি ঢাকায় আসছে তার আয়োজন করছে চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন। ওই দলে মূলত চীনের হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক থাকবেন। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে। এ সময় তারা নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সেগুলোতে কাজ করা ছাড়াও কন্টেইনমেন্ট এবং চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবে। বার্তায় উল্লেখ করা হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের সময় করোনা মোকাবিলায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT