প্রধানমন্ত্রীর ঈদ উপহার উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদ উপহার উদ্বোধন - ajkerparibartan.com
প্রধানমন্ত্রীর ঈদ উপহার উদ্বোধন

3:26 pm , May 14, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সারাদেশে ৫০ লাখ পরিবারে নগদ অর্থ প্রদানের কর্মসূচী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার বরিশাল সহ ৬৪ জেলার সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপত্বি করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বরিশাল-৪ সংসদ সদস্য পংকজ নাথ, বরিশাল-৬ সংসদ সদস্য নাসরিন জাহান রতœা, সংরক্ষিত সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম, বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম), ৬২ ইস্ট বেঙ্গল শেখ হাসিনা সেনানিবাসের কমান্ডিং অফিসার লে. কর্নেল ফয়সল আবেদীন হাসানসহ গনমান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রসাশনের সূত্র জানায়, সারাদেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ দরিদ্র পরিবারকে এককালীন আড়াই হাজার টাকা করে মোট এক হাজার ২৫৭ কোটি টাকা দেয়া হচ্ছে। এসব টাকা সুবিধাভোগীদের মূলত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে দেয়া হবে। এর মধ্যে রয়েছে বিকাশ, রকেট, নগদ এবং শিওরক্যাশ। কাউকে নগদে টাকা দেয়া হবে না মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হবে। ১৪ মে উদ্বোধনের পর ১০ লাখ পরিবারকে এ অর্থ দেয়া হবে। এর পরবর্তী চার দিন ৪০ লাখ পরিবারকে এ অর্থ দেয়া হবে। বিতরণ শুরু হওয়ার পর থেকে চলবে ঈদুল ফিতরের আগ পর্যন্ত। উদ্বোধনী দিনে বরিশাল জেলার ১৩০ টি পরিবার পাচ্ছে এই অর্থ সহায়তা। পর্যায়ক্রমে সিটি কর্পোরেশন ৪০ হাজার পরিবার, সদর উপজেলায় ৯ হাজার ৯৬০ জন, বাকেরগঞ্জ উপজেলা এবং পৌরসভাসহ ১৪ হাজার ১৫০ জন, আগৈলঝাড়া উপজেলায় ৬ হাজার ৭৪০ জন, গৌরনদী উপজেলা এবং পৌরসভাসহ ৮ হাজার ৫১০ জন, উজিরপুর উপজেলা এবং পৌরসভাসহ ১০ হাজার ৬০০ জন, বানারীপাড়া উপজেলা এবং পৌরসভাসহ ৬ হাজার ৬৮০ জন, মেহেন্দিগঞ্জ উপজেলা এবং পৌরসভাসহ ১২ হাজার ৫৭০ জন, মুলাদী উপজেলা এবং পৌরসভাসহ ৭ হাজার ৮৮০ জন, বাবুগঞ্জ উপজেলায় ৬ হাজার ৩৩০ জন, হিজলা উপজেলায় ৬ হাজার ৫৮০ জন সহ মোট ১ লক্ষ ৩০ হাজার পরিবার পর্যায়ক্রমে যাচাই-বাছাই পক্রিয়ার মাধ্যমে এ সহায়তা পাবার সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ১১ জন উপকারভোগীর হাতে নগদ টাকা এবং জেলা প্রশাসন এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেয়ার মাধ্যমে জেলায় এই বিতরন কার্যক্রমের উদ্বোধন হয়। করোনা ভাইরাসের কারণে যেসব পরিবার বিপদে পড়েছে, তাদের মধ্য থেকে ৫০ লাখ পরিবারের একটি তালিকা করা হয়েছে। এদের মধ্যে রয়েছে রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোলট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকসহ পরিবহন শ্রমিক, হকারসহ নানা পেশার মানুষ। এ টাকা পেতে সুবিধাভোগীদের কোনো টাকা দিতে হবে না। যাবতীয় খরচের টাকা সরকার বহন করবে। মোট ৫০ লাখ পরিবারের কাছে টাকা পাঠানোর কাজের মধ্যে বিকাশের ভাগে রয়েছে ১৫ লাখের দায়িত্ব। সবচেয়ে বেশি ১৭ লাখ পরিবারের কাছে টাকা পাঠাবে নগদ। বাকি ১৪ লাখ পরিবারের কাছে এ টাকা পৌঁছাবে রকেট ও শিওরক্যাশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT