স্বরুপকাঠিতে খাস আদায় অর্থের পরিমান জানে না কেউ স্বরুপকাঠিতে খাস আদায় অর্থের পরিমান জানে না কেউ - ajkerparibartan.com
স্বরুপকাঠিতে খাস আদায় অর্থের পরিমান জানে না কেউ

3:22 pm , May 12, 2020

স্বরুপকাঠি প্রতিবেদক ॥ উপজেলার মিয়ারহাট বন্দরে চলতি বাংলা সাল থেকে সরকারিভাবে ব্যবসায়ীদের কাছ থেকে ইজারা আদায় করা হলেও প্রকৃত কত টাকা আদায় হচ্ছে তা বলতে পারেন না সংশ্লিস্টরা। স্বরুপকাঠি উপজেলা অফিস সূত্রে জানা যায় চলতি বছর মিয়ারহাট বাজারের ইজারা কার্যক্রমে ২ টি সিডিউল জমা পড়ে। রাইয়ান এন্টারপ্রাইজকে টপকে সর্বোচ্চ দরদাতা হিসেবে এইচএম মেহেদি মাসুদ ১৪২৭ বাংলা সালের ইজারাপ্রাপ্ত হন। ২০২৬ বাংলা সনের নির্দিষ্ট তারিখে সরকারি কোষাগারে মিয়ারহাট বাজারের চলতি বছরের মুল্য ২৪ লক্ষ টাকা ও ভ্যাট এবং জামানতের অর্থ প্রদানে ব্যর্থ হলে উপজেলা নির্বাহী অফিসার এক আদেশে দরপত্র বাতিল করেন বলে জানান উপজেলায় কর্মরত সাধারন শাখার মিজানুর রহমান। অফিস সূত্রে জানা যায় ৬ এপ্রিল পুনরায় এ বাজার ইজারার দরপত্র আহ্বান করেন বিজ্ঞাপনের মাধ্যমে। কিন্ত কোনো দরদাতা না পাওয়ার কারনে সংশ্লিস্ট প্রশাসন খাস আদায়ের সিদ্ধান্ত গ্রহন করেন। মহামারি করোনা সংকটে সরকারের নির্দেশিত লকডাউন আদেশের মধ্যেও ১ লা বৈশাখ থেকে সোম ও বৃহস্পতিবার হাটের দিনে সুটিয়াকাঠি ইউপি ভুমী সহকারি কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন খাস অর্থ আদায় করেন। বিগত ৭ টি হাটের দিনে কত টাকা খাস আদায় করেছে জানতে চাইলে দায়িত্বে থাকা সাধারন শাখার মিজানুর রহমান তহশিলদার এনায়েতের সাথে যোগাযোগ করতে বলেন। এনায়েত হোসেন মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান আমি এখন পর্যন্ত হিসাব করিনাই তাই সঠিকভাবে বলতে পারবোনা। তবে আদায় বেশি হয়না বলে তিনি জানান। তিনি আরো বলেন দেশের বিভিন্য জেলা থেকে আসা তরমুজের ভাষমান পাইকারি হাট থেকে কিছু টাকা আদায় হলেও সবজি, মাছ বাজার সহ অন্নান্য হাট থেকে খুব সামান্য টাকা আদায় হয়।তবে টাকা আদায় হয়েছে জানতে হলে আপনাকে ইউএন ও মহোদয়ের মাধ্যমে জানতে হবে।ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর অফিসিয়াল মোবাইল নম্বরে বার বার ফোন দিয়ে সংযোগ পেতে ব্যার্থ হলে সোমবার তার অফিসিয়াল এফ বি ম্যাসেঞ্জারে ম্যাসেজ পাঠিয়েও পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান ও বাজার ইজারা প্রদান উপজেলা কমিটির উপদেষ্টা আলহাজ¦ আব্দুল হক বলেন খাস আদায়ের কথা জানি তবে প্রতিহাটে বা এ পর্যন্ত কত টাকা খাস আদায় হয়েছে তা জানা নেই।তিনি আরো যোগ করে বলেন বাজার খাস আদায় মানেই শুভঙ্করের ফাকি। ১০ হাজার টাকা আদায় হলেও এখান থেকে অনেক ওলোট পালোট হয়।
এ ব্যাপারে কথা হয় হাট বাজার ব্যবস্থাপনা উপজেলা কমিটির সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান নারগিচ জাহান এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্য জয়ের সাথে। তারা দুজনেই মুঠো ফোনে এ প্রতিনিধিকে বলেন মিয়ারহাট বাজারের খাস আদায়ের কথা জানলেও তারা কেহই কতটাকা খাস আদায় হয় তা তাদের অজানা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT