2:26 pm , May 4, 2020
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়া পৌর এলাকার বেদে পল¬ী ও ওয়াপদার পাড় এলাকার ২০টি পরিবারের শিশুদের মাঝে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শিশু খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বেদে পল¬ী ও ওয়াপদার পাড় এলাকার হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার উপস্থিত ছিলেন।