বিভাগে ১৯৪ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে বিভাগে ১৯৪ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে - ajkerparibartan.com
বিভাগে ১৯৪ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

2:33 pm , March 18, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বিভাগে ১৯৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যার মধ্যে ১০৪ জন নতুন এবং ৯০ জন পূরাতণ প্রবাসী রয়েছেন। গতকাল বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, কোয়ারেন্টাইনে থাকা ১৯৪ জনের অধিকাংশই প্রবাসী, যার মধ্যে বরিশাল ও বরগুনায় ২ জন হাসপাতালে রয়েছেন। তবে বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। সহকারি পরিচালক বলেন, কোয়ারেন্টাইনে থাকা লোকজনদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী। পাশাপাশি এদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কাজে জেলা- উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহায়তা করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT