শেবাচিমসহ জেলা হাসপাতালে চরম চিকিৎসক সংকট শেবাচিমসহ জেলা হাসপাতালে চরম চিকিৎসক সংকট - ajkerparibartan.com
শেবাচিমসহ জেলা হাসপাতালে চরম চিকিৎসক সংকট

2:51 pm , January 11, 2020

হেলাল উদ্দিন ॥ সম্প্রতি চিকিৎসক নিয়োগ হলেও বিভাগের বিশেষায়িত ও জেলা হাসপাতালে চিকিৎসক সংকট চরমে। বিভাগের একমাত্র বিশেষায়িত দক্ষিনাঞ্চলের রোগীদের ভরসার শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে চলছে মোট পদের তিনভাগের একভাগ চিকিৎসক দিয়ে। অন্য দিকে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসকদের অর্ধেক পদ শুন্য। একই অবস্থা বিভাগের প্রত্যেকটি জেলা হাসপাতালের। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মোঃ বাকির হোসেন বলেন ৫’শ শয্যার হিসাবে যে পদ রয়েছে তার এক তৃতীয়াংশ শুন্য। অথচ এখানে ভর্তিসহ প্রতিদিন ২ হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহন করে। ফলে যে কেউ অনুধাবন করতে পারে চিকিৎসা সেবা দিতে কতটা বেগ পেতে হচ্ছে। বিভাগের স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন এর একমাত্র কারন হচ্ছে সমন্বয়হীনতার অভাব। আর এর জন্য দায়ী করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয় ও অধিদপ্তরকে। কারন সম্প্রতি বিভাগে যে সব চিকিৎসকদের নিয়োগ দেয়া হয়েছে। তাদের সবাইকে পদায়ন করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে। যে কারনে জেলা হাসপাতালে চিকিৎসক শুন্য। তথ্য সুত্রে জানা গেছে, বরিশাল শেবাচিম হাসপাতালে ৫’শ শয্যার হিসাবে বিশেষজ্ঞ মিলিয়ে ২২৪ টি চিকিৎসক পদ রয়েছে। অথচ কর্মরত আছে মাত্র ৯৬ জন। যদিও বেশ কয়েক বছর আগে হাসপাতালটি ১ হাজার শয্যায় উন্নীত করা হয়েছে। সে হিসাবে এখানে চিকিৎসক পদায়ন করা তো হয়নি বরং ৫’শ শয্যার হিসাবেও মোট পদের তিন ভাগ পদ খালী। যে কারনে হাসপাতালটিতে রোগীদের ভরসা ইটার্নী চিকিৎসক ও নার্সরা। অন্য দিকে একটু উন্নত অবস্থা হলেও প্রায় অর্ধেক পদ শূন্য বরিশাল জেনারেল হাসপাতালে। ৩৩ জন চিকিৎসকের বিপরীতে এ হাসপাতালে কর্মরত আছে মাত্র ২৩ জন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন বলেন শিশু বিশেষজ্ঞ অর্থ সার্জারীসহ গুরুত্বপূর্ন বেশ কয়েকটি পদ খালী আছে। যে কারনে এ সংক্রান্ত রোগীকে আমরা চিকিৎসা সেবা দিতে পারছি না। বরিশাল স্বাস্থ্য বিভাগীয় পরিচালক অফিসের সহকারী পরিচালক ( প্রশাসন) ডাঃ শ্যামল চন্দ্র বলেন, শুধু শেবাচিম ও বরিশাল জেনারেল হাসপাতাল নয় বিভাগের প্রত্যেক জেলার সদর হাসপাতালের একই চিত্র। তিনি বলেন সম্প্রতি বিভাগে ৫৮৯ জন চিকিৎসক (সহকারী সার্জন) নিয়োগ দেয়া হয়েছে যে কারনে চিকিৎসক সংকট থাকার কথা না। কিন্তু আমাদের হাতে আপাতত বদলীর ক্ষমতা না থাকায় চিকিৎসকদের ভারসাম্য রক্ষা করতে পারছি না। বরিশাল স্বাস্থ্য বিভাগীয় পরিচালক পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস বলেন, বর্তমানে বিভাগের উপজেলা ও ইউনিয়নে প্রয়োজনের অতিরিক্ত চিকিৎসক রয়েছে। কিন্তু জেলা হাসপাতালে সংকট রয়েছে। আমাদের বিভাগীয় অফিসে বদলী ক্ষমতা প্রদান করা হলেই আমরা এ সমস্যা নিরসন করতে পারি। কিন্তু মন্ত্রনালয় ও স্বাস্থ্য অধিদপ্তর সে নির্দেশনা দেয়নি। তিনি বলেন আশা করছি অচিরেই অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা আসবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT