নগরীতে বেড়েছে চুরি চোরের কাছে হাড়ছে পুলিশ নগরীতে বেড়েছে চুরি চোরের কাছে হাড়ছে পুলিশ - ajkerparibartan.com
নগরীতে বেড়েছে চুরি চোরের কাছে হাড়ছে পুলিশ

2:35 pm , September 28, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে সংঘবদ্ধ চোর চক্রের সাথে পেরে উঠছে না পুলিশ। তারা যখন মাদকের বিরুদ্ধে ছুটছে চোরের দৃষ্টি তখন মানুষের বাসায়। সুযোগ নিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থসহ মূল্যবান মালামাল। গত কয়েক রাতে নগরীতে এমন কয়েকটি ছোট-বড় চুরির ঘটনায় নগরবাসির মধ্যে ফের আতঙ্কের সৃষ্টি করেছে। হঠাৎ করে রাতে চুরির ঘটনা বেড়ে যাওয়ার জন্য পুলিশের দায়িত্ব অবহেলাকেই দায়ি করছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ রাতের টহল পুলিশ ঘুমিয়ে কাটান। আর টহল ব্যবস্থা ভেঙে পড়াতেই চোরের উৎপাত ফের বেড়ে গেছে। খোঁজ নিয়ে জানাগেছে, ইতিপূর্বে চোরের উৎপাত ঠেকাতে আটঘাট বেধে নেমে পড়েছিল নগর পুলিশ। বিশেষ করে ফ্ল্যাটে চুরি করা চোর চক্রের বিরুদ্ধে অভিযান করে সফলতাও পায় কোতয়ালী মডেল থানা পুলিশ। সংঘবদ্ধ চোর চক্রের হোতাসহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে বলে সংবাদ সম্মেলন করে ঢাক-ঢোলও পেটানো হয়। তবে সেই ঘটনার কিছু দিন না যেতেই পুনরায় চোরের উৎপাত বেড়ে গেছে। তাও আবার কোতয়ালী মডেল থানা এলাকায়। কোতয়ালী থানা পুলিশ মাদকের পেছনে ছুটতে গিয়ে নগরবাসির নিরাপত্তা ব্যবস্থা দূর্বল হয়ে পড়েছে। যার দরুন প্রায় প্রতি রাতেই ছিচকেসহ বড় ধরনের চুরিও সংঘটিত হচ্ছে। প্রাপ্ত তথ্যমতে, সর্বশেষ শুক্রবার দিবাগত রাতে নগরীর বটতলা সড়ক এলাকাধীন হাতেম আলী কলেজ ছাত্রাবাস সংলগ্ন আশ্রাফ সড়কের একটি বাড়ি চুরি হয়েছে। যেখান থেকে চোর চক্র নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করেছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে সদর রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন দুটি বাড়িতে চুরি হয়েছে। এর মধ্যে ১৬ নম্বর ওয়ার্ডের কাজী অফিস থেকে ৩টি মোবাইল ও নগদ ২১ হাজার টাকা এবং তার প্রতিবেশী ফেরদৌস এর ঘরে চুরি হয়।
এক রাতে নগরীর প্যারারা রোডে আইটেল ও টেকনো মোবাইল কাস্টমার কোয়ারে চুরি হয়েছে। চোর চক্র সেখান থেকে বেশ কিছু মোবাইল সেট চুরি করে নেয়। এর পূর্বে নগরীর বগুরা রোডের একটি ফ্ল্যাটে চুরি হয়েছে। চোর চক্র তালাবদ্ধ ওই ফ্ল্যাটে প্রবেশ করে নগদ অর্থ ও স্বণাংলকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি করেছে। এই ঘটনায় একটি মামলাও হয়েছে। তবে একের পর এক চুরির ঘটনা বাড়তে থাকলেও চোরের লাগাম ধরতে পারছে না পুলিশ সদস্যরা।
চোরের কবলে ক্ষতিগ্রস্থ কয়েকজন জানান, পুলিশের অভিযানের কারনে কিছুদিন চোরের উৎপাত কিছুটা কমে ছিলো। কিন্তু হঠাৎ করেই সেই উৎপাত আবার উদ্বেগজণক হারে বেড়েছে। এর ফলে নগরবাসির রাত কাটে চুরি আতঙ্কে।
তারা অভিযোগ করেন, ‘মুলত রাতে টহল পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করে না। রাত ১টার পর পরই পুলিশ রাস্তার দোকান-পাট বন্ধ করে কোন এক স্থানে ঘাপটি মেরে থাকে। তবে সে ঘাপটি মারাটা চোর ধরার জন্য নয়, রাত্রিকালিন একটু বিশ্রামের জন্য। সেই সুযোগেই চোর চক্র চুরি করে চম্পট দিচ্ছে। চুরি রোধে রাতের টহল ব্যবস্থা আরো জোরদারের জোর দাবি তুলেছেন নগরবাসি।
এ প্রসঙ্গে বক্তব্য জানতে কোতয়ালী মডেল থানা’র ওসি মো. নুরুল ইসলাম এর বক্তব্য জানতে তার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT