3:33 pm , September 16, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর কাশিপুরস্থ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ জাকারীয়া, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আতিকা ইসলাম এবং বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সহ বরিশাল বিভাগের ছয় জেলার জেলা প্রশাসকগণ সহ বিভাগীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা কমিটির সভায় বরিশাল বিভাগ জুড়ে বিগত সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস দমন এবং মাদক বিরোধী বিভিন্ন আলোচনা করা হয়। বিশেষ করে মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং সহ সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন বিভাগীয় কমিশনার।