বিপুল ইয়াবাসহ ৯ মাদক বিক্রেতা আটক বিপুল ইয়াবাসহ ৯ মাদক বিক্রেতা আটক - ajkerparibartan.com
বিপুল ইয়াবাসহ ৯ মাদক বিক্রেতা আটক

3:00 pm , September 14, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশের পৃথক অভিযানে মা-ছেলেসহ ৯ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন ৩টি মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং অপর ৩টি মাদক মামলায় পৃথক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকে আটক করা হয়েছে। শুক্রবার কোতোয়ালি মডেল থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় নগরীর গোরস্থান রোডস্থ ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাইয়েদ আহম্মেদ মান্নার বাস ভবনের চতুর্থ তলা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫শ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে। আটককৃতরা হলো- গোরস্থান রোডের ভাড়াটিয়া বাসিন্দা রিফাতুল ইসলাম রন্টি’র স্ত্রী ৪টি মাদক মামলার আসামী আসমা আক্তার ও তার সহযোগী নগরীর রিফিউজি (খালেদাবাদ) কলোনির বাসিন্দা সুমন মৃধা। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ এক লাখ টাকা জব্দ করা হয়েছে।
অপরদিকে পৃথক তিন অভিযানে কোতয়ালী মডেল থানা পুলিশ নগরীর বাংলা বাজার এলাকার মাদক ব্যবসায়ী মাইদুল ইসলাম রিফাতকে ৫৮ পিস ইয়াবাসহ আটক করে। এছাড়াও এক বোতল মদসহ মোঃ খোকন মৃধাকে আটক করে। পাশাপাশি ৩টি মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং ৩টি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী বিলকিছকে ঢাকা থেকে আটক করা হয়েছে। বিষয়টি গতকাল শনিবার সকালে পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে এসকল তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। এ সময় তিনি বলেন পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্যসহ ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ আসামিকে আটক করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের অবৈধ বাজার মূল্য ১২ লাখ ৮১ হাজার ৫শ টাকা। মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আটককৃত মাদক ব্যবসায়ীদের সহযোগী পলাতক মাদক ব্যবসায়ী শিল্পি, কমলা, সোহেল ওরফে খাজা সোহেল ও বাবুর বিরুদ্ধে মামালা দায়ের করা হয়েছে। (ডিবি) পুলিশের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবির এসআই মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পূর্ব দিনার ছোনের মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার বাসিন্দা হারুন হাওলাদারের স্ত্রী মমতাজ বেগম (৪০) ও তার ছেলে সোহাগ হাওলাদার (২২) কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এছাড়া ডিবির এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে নগরীর ১১নং ওয়ার্ডের চাঁদমারি কলোনি এলাকায় অপর এক অভিযান চালানো হয়। অভিযানে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালি এলাকার হিরু মোল্লার ছেলে মিজানুর রহমান (২০) কে ২ শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপরদিকে ডিবির এসআই ফিরোজ আলম মুন্সির নেতৃত্বে নগরীর কাউনিয়া বাঁশের হাটখোলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার মোঃ ?রুস্তম আলী হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার(২৫) কে ৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে গোয়েন্দা শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT