নগরীর ১১টি ওয়ার্ডের প্রবীণদের মাঝে বয়স্ক ভাতার বই বিতরণ নগরীর ১১টি ওয়ার্ডের প্রবীণদের মাঝে বয়স্ক ভাতার বই বিতরণ - ajkerparibartan.com
নগরীর ১১টি ওয়ার্ডের প্রবীণদের মাঝে বয়স্ক ভাতার বই বিতরণ

2:48 pm , September 2, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ডের ৬৯৮ জন প্রবীণ ব্যক্তিদের মধ্যে সোমবার দুপুরে বয়স্ক ভাতার বই বিতরণ করা হয়েছে। নগরীর চৌমাথা এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে সিটি কর্পোরেশন ও সমাজসেবা অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রবীণ ব্যক্তিদের মাঝে ভাতার বই বিতরণ করেছেন। শহর সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, আয়েশা তৌহিদা লুনা, শহর সমাজসেবা অফিসার জাবের আহমেদ, কাউন্সিলর মজিবর রহমান, আনিচুর রহমান দুলাল, সাইদ আহমেদ মান্না, জাকির মোল্লা, গায়েত্রী সরকার পাখি প্রমুখ।
জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, নগরীর ৩০টি ওয়ার্ডে ১৪ হাজার একজন বয়স্ক ভাতা পাবেন। প্রতিজনে বছরে পাবেন ছয় হাজার টাকা। আর বরিশাল জেলায় ৮৬ হাজার ৪৬৮ জনকে বয়স্ক ভাতা দেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT