বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সভা অনুষ্ঠিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সভা অনুষ্ঠিত

3:27 pm , August 31, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবসের একদিন পূর্বে পালন করেছে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, উজিরপুর উপজেলা বিএনপি সভাপতি আঃ মন্নান মাস্টার, বরিশাল সদর উপজেলা বিএনপি সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু, সদর উপজেলা বিএনপি সহ-সভাপতি আলহাজ নুরুল আমিন, এ্যাড. শহিদ হোসেন, বাখেরগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক নাসির জমাদ্দার, বাবুগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইসরাত হোসেন কচি, সাধারন সম্পাদক ওহেদুল হক প্রিন্স, বানারীপাড়া বিএনপি সাধারন সম্পাদক রিয়াজ মৃধা, বানারীপাড়া পৌর বিএনপি সাধারন সম্পাদক আঃ ছালাম, বরিশাল জেলা যুবদল সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লব, সাধারন সম্পাদক এ্যাড. তছলিম উদ্দিন, জেলা স্চ্ছোসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল, সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ্ সাদি, জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু প্রমুখ। বক্তরা এসময় বলেন সেদিন এদেশে সিপাহী জনতারা জিয়াউর রহমানকে ক্ষমতায় এনে বাংলার মানুষের বাক স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে ফিরিয়ে দিয়েছিল বলে দেশের মানুষ একদলীয় শাষন ব্যবস্থা ও বাকশাল থেকে মুক্তি পেয়েছিল। বক্তারা আরো বলেন, আজ আওয়ামীলীগ বলে এদেশে নাকি জিয়াউর রহমান গুম হত্যা চালু করেছিল বাংলার মানুষ ভালকরেই জানে এক দলীয় ব্যবস্থা চালু করার জন্য সেদিন তারা রক্ষিবাহিনী দিয়ে ২০হাজার মুক্তিযোদ্বাকে হত্যা ও গুম করেছিল আজও তাদের পরিবারের চোখের জল শুকায় নাই। তাই বাংলার মানুষের এতই যদি সরকার মঙ্গল কামনা করে তাহলে অভিলম্বে অবৈধ শাষন ক্ষমতা ছেড়ে নিরপক্ষ নির্বাচন দিয়ে জনমত যাচাই করে দেখুন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT