নগরীতে হতাশাগ্রস্থ এ্যাম্বুলেন্স ব্যবসায়ীর আত্মহত্যা নগরীতে হতাশাগ্রস্থ এ্যাম্বুলেন্স ব্যবসায়ীর আত্মহত্যা - ajkerparibartan.com
নগরীতে হতাশাগ্রস্থ এ্যাম্বুলেন্স ব্যবসায়ীর আত্মহত্যা

3:43 pm , August 27, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জনক আসলাম হাওলাদার (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চতুর্থ শ্রেণি স্টাফ কোয়ার্টারে এই ঘটনা ঘটে। ঝুলন্ত অবস্থা থেকে আসলামকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত আসলাম শেবাচিমের চতুর্থ শ্রেণি কর্মচারী আব্দুস সোবাহান হাওলাদার ও হাসিনা বেগম দম্পতির ছেলে। পেশায় তিনি একজন এ্যাম্বুলেন্স ব্যাবসায়ী ছিলেন। নিহতের স্ত্রী নাহিদা জানান, তিনি রান্না ঘরে ছিলেন। দুপুরে ঘরের দরজা বন্ধ করে উচ্চ শব্দে গান শুনছিলেন স্বামী আসলাম। আড়াইটার দিকে বড় মেয়ে দরজা ধাক্কা দিলেও ভেতর থেকে কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলো না। পরে দরজা খুলে ফ্যানের সাথে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন। এদিকে আসলামের স্ত্রী’র ডাক-চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে আসেন। তারা আসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এসময় আসলামের হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে স্বজনরা। তাতে লেখা রয়েছে ‘আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ি’। মৃত্যুর সঠিক কারন জানাতে না পারলেও আসলামের স্বজনরা বলেন, আসলাম দীর্ঘ দিন ধরে মানসিক যন্ত্রনায় ভুগতেছিলেন। এ্যাম্বুলেন্স ব্যবসায় লোকসান হলে দুই থেকে আড়াই লাখ টাকা দেনাগ্রস্থ হন তিনি। এমনকি ঘরে বাজার করার মত টাকা ছিলো না তার কাছে। আসলাম তার বাবা-মায়ের কাছে ইতিপূর্বে বহুবার আর্থিক সহায়তা চেয়ে পাননি। এমনকি শ্বশুর বাড়িতে টাকা চেয়েও পাননি। সর্বশেষ মঙ্গলবার সকালে ঘরে বাজার না থাকায় স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হয়। সেই হতাশা থেকেই আসলাম আত্মহত্যা করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে খবর পেয়ে কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শক আসাদ বলেন, একটি চিরকুট পাওয়া গেছে। তাতে ‘আসলাম স্বেচ্ছায় আত্মহত্যা করেছে’ বলে উল্লেখ রয়েছে। তার পরেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT