3:19 pm , August 2, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মহানগরের উপ-পুলিশ কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন ভুঞা। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয় নিয়ে জানার জন্য উপ-পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে নির্ভরযোগ্য সুত্র জানায়, সাম্প্রতি তিনি ঢাকায় গিয়েছেন। সেখানে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন মহানগর পুলিশের এই কর্মকর্তা। পরে তাকে বেসরকারী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। তার সুস্থতায় সকলের কাছে দোয়া চেয়েছে পরিবার।