3:19 pm , July 17, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস (বিসিএস সেবা) চালু এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখাসহ ৪ দফা দাবিতে টানা ১২তম দিনে রাজপথে নেমেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। গত ১১ দিন ধরে তারা এই দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচী, বিক্ষোভ মিছিল-সমাবেশ এবং মানববন্ধন করে আসলেও তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কর্ণপাত না করায় এবার রাজপথে নেমেছে তারা। বুধবার ১২তম দিন সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রখর রোদে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট ষ্টুডেস্ট নার্সেস এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি তপু রায়হান খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল নার্সিং কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রিজন রায়, রাজিব কুমার মন্ডল, ইকবাল হোসেন, আফিয়া মারিয়া ও ফারজানা আক্তারসহ অন্যান্যরা। সমাবেশ থেকে নার্সিং শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা চান শিক্ষার্থীরা। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাশ-পরীক্ষা ও পেশাগত দায়িত্ব বর্জন অব্যাহত রেখে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। টানা আন্দোলনের ফলে পড়ালেখার ক্ষতি হলেও বৃহত্তর স্বার্থের জন্য সাময়িক ক্ষতি মেনে নেওয়ার কথা বলেছেন শিক্ষার্থীরা।