বিভাগীয় সমাবেশকে ঘিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বিএনপি’র বিভাগীয় সমাবেশকে ঘিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বিএনপি’র - ajkerparibartan.com
বিভাগীয় সমাবেশকে ঘিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বিএনপি’র

3:26 pm , July 16, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ টানা এক বছর পরে আগামী ১৮ জুলাই বিভাগীয় সমাবেশকে ঘিরে গতি ফিরেছে বরিশাল বিএনপিতে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে ঝিমিয়ে পড়া দলটি সমাবেশের মাধ্যমে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এজন্য এখন পর্যন্ত সমাবেশের প্রশাসনিক অনুমতি না পেলেও আটঘাট বেধে নেমে পড়েন দলের শীর্ষ নেতারা। সমাবেশ জনসমুদ্রে পরিনত করতে দফায় দফায় সভা, প্রচার-প্রচারনা ও লিফলেট বিতরণের মাধ্যমে সময় পার করছেন তারা। দলীয় সূত্রে জানাগেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ২০১৮ সালের ৭ই এপ্রিল নগরীতে বিভাগীয় সমাবেশ করে বিএনপি। যেখানে দলটির যুগ্ম মহসচিব মীর্জা ফখরুল ইসলাম খান আলমগীর সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ওই সমাবেশের উদ্দেশ্য ছিলো বিএনপি’র চেয়ারপার্সনের মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন। এদিকে বর্তমান সরকারের টানা তিন বারের মেয়াদের মধ্যে ২০১৮ সালের ৭ এপ্রিল সমাবেশের মাধ্যমে সর্বোচ্চ শোডাউন দেয় বিএনপি। এর পর গত প্রায় ১৫ মাসে এ ধরনের কর্মসূচি নিয়ে রাজপথে দাড়াতে পারেনি বিএনপি। দলীয় বা সাংগঠনিক যে কোন কর্মসূচিই হোক সদর রোডে দলীয় কার্যালয় নয়তো টাউন হল চত্ত্বরে সীমাবদ্ধ থাকতে হয় তাদেরকে। তাছাড়া একাদশ জাতীয় সংবাদ নির্বাচনের পূর্বে বিভিন্ন মামলায় গণগ্রেফতার এড়াতে আত্মগোপন করতে হয় তৃনমুল এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের।
তার মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিএনপি’র পরাজয় দলকে নেতা-কর্মীদের আরো শঙ্কিত করে তোলে। অস্তিত্ব রক্ষায় অনেক নেতাই স্বেচ্ছায় দল ছাড়তে বাধ্য হন। এমনকি যারা টিকে আছেন তারাও রাজনীতির হাল ছেড়ে দেন। তার মধ্যে নিজ দলের মধ্যে কমিটি নিয়ে দ্বন্দ্ব বরিশাল বিএনপি ও অঙ্গ সংগঠনে ভাঙনের সুর বেজে উঠে। দেখা দেয় রাজনৈতিক অস্তিত্ব সংকট।
তবে আগামী ১৮ জুলাই নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে বিভাগীয় সমাবেশকে ঘিরে পুনরায় এক প্লাটফর্মে এসে দাড়িয়েছে বরিশাল বিএনপি। তারা সমাবেশকে দলের চেয়ারপার্সনের মুক্তির পাশাপাশি নিজেদের ঘুরে দাড়ানোর অন্যতম একটি মাধ্যম হিসেবে দেখছেন। তাই গত শনিবার মহানগর পুলিশ কমিশনার বরাবর প্রশাসনিক অনুমোদনের জন্য আবেদনের পর পরই সমাবেশকে জনসমুদ্রে রূপ দিতে পর্যন্ত প্রচার-প্রচারনা, সভা ও লিফলেট বিতরণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন নেতারা।
সবশেষ গতকাল মঙ্গলবার নগরীতে লিফলেট বিতরণ করেন বিএনপি’র শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ এবায়েদুল হক চাঁন, উত্তর জেলার সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ ছাড়াও সকালে উত্তর জেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকালে মহানগর ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দফায় দফায় প্রস্তুতি সভা করেছে জাতীয়তাবাদী যুবদল ও মহানগর স্বেচ্ছাসেবক দল। এসব প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। এছাড়া দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ক’দিন ধরেই প্রস্তুতি সভা করেছে জেলা ও মহানগর বিএনপি, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর ফলে গত কদিন ধরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে প্রান ফিরে পায় দলীয় কার্যালয়।
মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিভাগীয় সমাবেশ এর আয়োজন করা হয়েছে। এজন্য প্রশাসনিক অনুমতি চেয়ে গত ১৩ জুলাই শনিবার মহানগর পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করা হয়েছে। তারা আমাদের আবেদন গ্রহন করেছেন।
তাছাড়া পুলিশের পরামর্শ অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশনেও যোগাযোগ করা হয়েছে। তাদের পক্ষ থেকেও সমাবেশ করতে কোন বাধা আসেনি। আমরা সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ সহ সভা-সমাবেশ করছি। এতে পুলিশ বাঁধা দিচ্ছে না। তাদের নিরবতাই আমরা সম্মতি বলে ধরে নিয়েছি।
অপরদিকে বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন বলেন, এ সমাবেশ বিএনপি’র স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের উজ্জীবিত করে তুলবে। এ সমাবেশ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে জোড়ালো করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
এদিকে মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, বিএনপি বান্দ রোডস্থ হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সমাবেশ করার জন্য একটি আবেদন করেছে। কিন্তু এখন পর্যন্ত তাদের সমাবেশের অনুমতি দেয়া হয়নি। তাদের আবেদনের বিষয়টি যাচাই বাছাই করেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT