বোনকে অপহরণের অভিযোগ তুলে ভাইয়ের সংবাদ সম্মেলন বোনকে অপহরণের অভিযোগ তুলে ভাইয়ের সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
বোনকে অপহরণের অভিযোগ তুলে ভাইয়ের সংবাদ সম্মেলন

2:33 pm , December 30, 2019

 

নিজস্ব প্রতিবেদক ॥ ছোট বোনকে অপহরণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে তার ভাই। এসময় প্রশাসনের কাছে বোনকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন তিনি। গতকাল সোমবার সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়নের চন্দ্রমোহন গ্রামের বাসিন্দা মো. আল আমিন চৌকিদারের ছেলে মো. ফয়সাল আহমেদ এই সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার ছোট বোন আফরোজা আক্তার (১৫) চন্দ্রমোহন আর.এম মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। আমি ও আমার মেঝ ভাই বরিশালে থাকায় আমাদের মা ছোট বোন আফরোজা আক্তারকে নিয়ে বাড়িতে থাকেন। বোন স্কুলে আশা যাওয়ার পথে স্থানীয় লিটন তালুকদারের ছেলে ফয়সাল তালুকদার উত্তক্ত করে আসছিলো। এর পরিপ্রেক্ষিতে গত ২২ সেপ্টেম্বর স্কুল থেকে ফেরার পথে আফরোজা আক্তারকে অপহরণ করে ফয়সাল তালুকদার। এই ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর মহানগরীর বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করি। এর কিছু পরে ১৮ অক্টোবর আমরা জানতে পারি ফয়সাল আমার ছোট বোন আফরোজাকে নিয়ে ঢাকায় অবস্থান করছে। পরে ফয়সালের সাথে যোগাযোগ করা হলে সে এ ঘটনায় কোন মামলা বা বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়। মামলা করলে বোনকে খুন করার হুমকি দেয়। সংবাদ সম্মেলনে স্কুল ছাত্রীর ভাই ফয়সাল আরও বলেন, ‘গত ২৮ অক্টোবর ফয়সাল আমার বোনকে নিয়ে তাদের বাড়িতে আসে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বোনকে উদ্ধার করতে গেলেও ফয়সাল ও তার পরিবার বোনকে ফেরত দিতে অপরাগতা প্রকাশ করে। এর প্রেক্ষিতে গত ৪ ডিসেম্বর বোনকে অপহরণের অভিযোগ এনে থানায় অভিযোগ করলে পুলিশ কোর্টের মাধ্যমে গত ৫ অক্টোবর বোন আফরোজা আক্তারকে আমাদের মায়ের জিম্মায় দিয়ে দেয়। কিন্তু গত ২২ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ফয়সাল তালুকদারসহ ৭-৮ জন মুখোশধারী সন্ত্রাসী পুনরায় ঘরে ঢুকে তার মাকে মারধর করে ঘরের মধ্যে তালা দিয়ে বোনকে অপহরণ করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে স্কুল ছাত্রীর ভাই ফয়সাল আহমেদ অভিযোগ করেন, ‘দ্বিতীয় দফায় অপহরণের পরে ফয়সাল তালুকদার বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে যৌতুক দাবী করে এবং আমাদের বিরুদ্ধে মামলা করার ভয় দেখায়। এমন পরিস্থিতিতে বোন আফরোজা আক্তারকে উদ্ধারের পাশাপাশি কথিত অপহরণকারী ফয়সাল তালুকদারসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বন্দর থানার ওসি জানিয়েছেন, ‘অপহরণের অভিযোগ সঠিক নয়। ছেলে এবং মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছে। কিন্তু মেয়ে অপ্রাপ্ত বয়স্ক। এ কারনে মেয়েকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেয়া হয়। পরবর্তীতে যে অপহরণের অভিযোগ উঠেছে তারও সত্যতা পাওয়া যায়নি বলে দাবি পুলিশের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT