জেলা ইজতেমায় লাখ মুসল্লীর জুম্মার নামাজ আদায় জেলা ইজতেমায় লাখ মুসল্লীর জুম্মার নামাজ আদায় - ajkerparibartan.com
জেলা ইজতেমায় লাখ মুসল্লীর জুম্মার নামাজ আদায়

3:14 pm , February 24, 2023

পবিত্র কোরআন বুঝে পড়ার আহ্বান মুফতি উসামার: বিশ্ব মানুষের শান্তি কামনা

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালের সরদার পাড়ায় ইজতেমা ময়দানে লাখো মুসল্লীর উপস্থিতিতে পবিত্র জুম্মার নামাজ আদায় হয়েছে। জুম্মার নামাজ ও জানাজা শেষে  পৃথক বয়ানে পবিত্র কোরআন বুঝে পড়ার আহ্বান জানান ঈমাম মুফতি উসামা। বয়ান শেষে বিশ্ব মানবতার শান্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ২৪ ফেব্রুয়ারী শুক্রবার নগরীর ২৩নং ওয়ার্ডের সরদারপাড়া মাঠে অনুষ্ঠিত জেলা ইজতেমায় লাখো মুসুল্লী অংশগ্রহণ করেণ। শুধু বরিশাল নয়, আশেপাশের ছয় জেলা ছাড়িয়ে ঢাকা-ফরিদপুর, খুলনা, রংপুর থেকে মুসল্লীরা মাঠে তাবু টানিয়েছেন। ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল থেকে এই মাঠে উপস্থিত হয়েছেন প্রায় শতাধিক  বিদেশী মেহমান। মাঠের দায়িত্বে থাকা স্থানীয় মুসল্লী ও বরিশালের আমীর মুফতি লিয়াকত  জানান, আফ্রিকা, সৌদিআরব, ইন্দোনেশিয়া, নেপাল ও চীন থেকে অনেক মেহমান এসেছেন। তাদের নিরাপত্তার জন্য স্টেইজের সামনের দড়ি পেচিয়ে আলাদা বসার ব্যবস্থা হয়েছে। ঠিক দেড়টায় জুম্মার খুতবা শুরু করেন ঈমাম মুফতি উসামা। জুম্মার নামাজ আদায় শেষে স্থানীয় বাসিন্দা ও সাবেক কাউন্সিলর ইমরান চৌধুরী জামালের নামাজে জানাজা আদায় হয় এই ইজতেমা ময়দানে। এরপরই শুরু হয় মুফতি উসামা বয়ান। পবিত্র কোরআনের প্রয়োজনীয়তা, নবী করিম (সাঃ) এর জীবন থেকে আলোচনার এক পর্যায়ে উসামা বলেন, পবিত্র কোরআন আকড়ে ধরতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। পবিত্র কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, ‘আর তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হয়ো না। আর তোমাদের প্রতি আল্লাহর সেই অনুগ্রহ স্মরণ কর যখন তোমরা পরস্পর শত্রু ছিলে; তখন তিনি তোমার হৃদয় প্রীতির বাঁধনে বেঁধে দিলেন এবং তোমরা তারই অপার অনুগ্রহে ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা এক অগ্নিকু-ের কিনারায় ছিলে, তিনি তোমাদের তা থেকে রক্ষা করলেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যেন তোমরা হেদায়াত লাভ কর।’ (সুরা আল-ইমরান : আয়াত ১০৩)
মুফতি উসামা এসময় একজন ইহুদি ধর্মযাজকের উদ্বৃতি তুলে ধরে বলেন, ওই ধর্মযাজক বলেছেন এই বিশ্ব মুসলমানদের পুনরায় রাজত্ব হবে, যেদিন সব মসজিদে ফজরের নামাজে জুম্মার নামাজের মতো ভীড় হবে। এরপর উসামা ইজতেমার সাফল্য এবং বিশ্ব মানবতার শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT