শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ - ajkerparibartan.com
শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ

2:34 pm , January 12, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবীতে নগরীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষকরা। এছাড়াও সিটি মেয়র ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম। বক্তব্য রাখেন সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক, দাশ গুপ্ত আশিষ কুমার, সুনীল বরন হালদার আবুল কালাম, শফিকুল ইসলাম, দুলালী গোলদার, ফরিদ উদ্দিন আহমেদ, মাওলানা জহির উদ্দিন জাহাঙ্গীর, আলমগীর হোসেন। সভা পরিচালনা করেন মহানগর সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মল্লিক। মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষক নেতৃবৃন্দ সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। তাদের অন্যান্য দাবী হলো-শিক্ষক কর্মচারীদের চাকুরীর নিরাপত্তা এবং বিরাজমান শিক্ষা সংকটের অবসান, করোনা পরিস্থিতিতে বিদ্যালয়ের আর্থিক সংকট বিবেচনা করে বোর্ডের সকল ধরনে ফি, বিসিসি ট্রাক্স কমিয়ে সরকার কর্তৃক আর্থিক মঞ্জুরী প্রদান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সর্ব খামখেয়ালীপনা পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর্থিক অনিয়ম দূর করা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT