ঠিকাদারী প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতে মামলা ঠিকাদারী প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতে মামলা - ajkerparibartan.com
ঠিকাদারী প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতে মামলা

3:36 pm , August 6, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ চেক জালিয়াতির মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠানের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতাসহ দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কোতয়ালী মডেল থানায় মামলা করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং এন্ড বিল্ডার্স লিমিটেড’র পরিচালক মো. হেমায়েত উদ্দিন খান মাসুদ । আসামীরা হলো-সাবেক ছাত্রলীগ নেতা রায়হানুল আলমগীর অন্তু ও তার সহযোগি সুমন শরীফ।
মামলা সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা অন্তু ও সুমন শরীফ ওই ঠিকাদারী প্রতিষ্ঠানে চাকুরি করতো। ঠিকাদারী প্রতিষ্ঠানের হয়ে রাস্তা ও ভবন নির্মানের কাজ করে তারা। এরই ধারাবাহিকতায় এলজিইডির হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় থেকে নিজ নামে সকল চেক ইস্যু করে। পরে ৬টি চেকের মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠানের ২২ লাখ ৮২ হাজার ৮৬৫ টাকা আত্মসাত করে। এ ঘটনা জানতে পেরে ওরিয়েন্ট ট্রেডিং এন্ড বিল্ডার্স লিমিটেডের পরিচালক বুধবার কোতয়ালী মডেল থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করা হয় মো. রায়হানুল আলমগীর অন্তু ও তার সহযোগী সুমন শরীফের সহায়তায় জালিয়াতি করে প্রতারণামূলকভাবে এলজিইডি থেকে বরাদ্দের টাকা উত্তোলন করেছে। কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম জানান, বাদীর অভিযোগের পেক্ষিতে প্রতারণামূলক ভাবে টাকা আত্মসাতের মামলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT