3:29 pm , October 18, 2025

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এর প্রথম সমাবর্তন অনুষ্ঠান
বিশেষ প্রতিবেদক ॥ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বরিশালে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এর প্রথম সমবর্তনে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের দিকে তাকিয়ে আছেন নিজেদের বাবা-মা সহ গোটা দেশ ও জাতি। সে দায়িত্ব তোমাদের পালন করতে হবে। যারা তোমাদের শিক্ষাদান করলেন তাদের কথাও মনে রেখ।
শনিবার নগরীর বেলস পার্কে বরিশালের প্রথম কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, শিক্ষার্থীদের এই বয়সে শিক্ষকরা একদিন ছিলেন। তাই তারা জানেন এই সময়ে শিক্ষার্থীদের মনের মধ্যে কত চঞ্চলতা-অস্থিরতা কাজ করে। কিন্তু শিক্ষার্থীদের তো সেই বয়সটা ছিল না, যে বয়সটা আজকে শিক্ষকরা পার করছেন। এই গ্যাপটা শিক্ষককে দূর করতে হবে। ড. ফায়েজ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের সম্মানের চোখে দেখতে হবে। তাদের চাহিদা কি তা বোঝার চেষ্টা করতে হবে একজন শিক্ষককে। আজকের শিক্ষার্থীরা অত্যন্ত সচেতন। তারা আপনাদের পর্যবেক্ষণ করে, তারা বুঝতে পারে আপনি প্রস্তুতি নিয়ে ক্লাসে যাচ্ছেন নাকি যাচ্ছেন না।
অনুষ্ঠানে অধ্যাপক ফায়েজ তার ব্যক্তিগত জীবনের স্মৃতিচারন করে বলেন, ছোট বেলায় স্কুলের ছাত্রাবস্থায় বরিশাল এসেছিলাম, তারপর আজ আবার আসলাম। তিনি বরিশালের সৌন্দর্যের প্রশংসা করেন। ইউজিভি সম্পর্কে ড. ফয়েজ বলেন, এই বিশ্ববিদ্যালয় চরিত্র গঠন করে কিভাবে বেঁচে থাকতে হয় তা শেখায়। যারা এই বিশ্ববিদ্যালয় বিনির্মাণে এগিয়ে এসেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান তার বক্তব্যে বার বারই দেশ ও জাতির কল্যাণে সবাইকে কাজ করারও তাগিদ দেন ।
ইউজিভি’র সমাবর্তনে স্নাতক, স্নাতকোত্তর শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষাবিদ প্রফেসর ড. কায়কোবাদ, ইউজিভি’র উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আজিজ, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন, ইউজিভি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ইমরান চৌধুরী, ট্রেজারার অধ্যাপক ড. রাবেয়া বেগম, সমাবর্তন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইউজিভি’র পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ফরিদ আহমেদ বক্তব্য রাখেন।
বরিশালের ঐত্যিবাহী বেল’স পার্ক মাঠে অনুষ্ঠিত প্রথম সমাবর্তনকে ঘিরে সব ছাত্র-ছাত্রীদের মঝে ছিল প্রাণভরা উচ্ছ্বাস। শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি সাফল্যের পরম স্বীকৃতি এই সমাবর্তন। এই সমাবর্তন শুধু ইউজিভির প্রথম সমাবর্তন নয়, পুরো বরিশাল বিভাগে প্রথম কোন বিশ্ববিদ্যালয় এই দৃষ্টান্ত স্থাপন করলো। তাই এই আয়োজনে অংশ নেয়ার বিষয়টি আমাদের জীবনের বড় গর্ব।
ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের উপাচার্য ড প্রফেসর আবদুল বাকি বলেন, ইউজিভির প্রথম সমাবর্তন আমাদের প্রতিষ্ঠানের ইতিহাসে এক মাইলফলক তৈরি করেছে।