হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা - ajkerparibartan.com
হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা

4:34 pm , March 28, 2024

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদী উপজেলার সীমান্তবর্তী কালকিনির নতুন আ-ারচর এলাকায় হাতবোমা বিস্ফোরণে একজনের মৃত্যুর ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের আকন পক্ষের লোকজন হাজী পক্ষের লোকজনকে ফাঁসানোর চেষ্টা করছেন বলে দাবি করেছে স্থানীয়রা।
জানা গেছে, গত ২৬ মার্চ দিবাগত রাতে আ-ারচর এলাকায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের মৃত মোসলেম সিকদারের ছেলে মোদাচ্ছের সিকদারসহ ৩জন আহত হয়। এদের মধ্যে মোদাচ্ছের সিকদার সেখানেই মারা যান। আহত হারুন ঢালী ও দাদন ঢালীকে তাদের স্বজনেরা গোপনে চিকিৎসার ব্যবস্থা করান। ওই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে আকন পক্ষের লোকজন ২৬ মার্চ রাতে টুমচর এলাকায় ঢুকে কয়েকটি বাড়ি ভাঙচুর করে। গ্রামবাসী ডাকাত সন্দেহে ডাকচিৎকার দিয়ে বের হলে আকন পক্ষের লোকজন হাতবোমা বিস্ফোরণ করে পার্শ্ববর্তী আন্ডারচর এলাকায় অবস্থান নেয়। পরে তারা হাজী পক্ষের বিরুদ্ধে হাতবোমা হামলার অভিযোগ করেন। কিন্তু কালকিনি থানা পুলিশ মোদাচ্ছের সিকদারের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালে পাঠালে আসল তথ্য বেরিয়ে আসে।
হাজী পক্ষের তরিকুল ইসলাম পলাশ বলেন, গত ২৬ মার্চ দিবাগত রাতে এবং ২৭ মার্চ সকালে আকন পক্ষের লোকজন এলাকায় ঢুকে কয়েকটি বাড়ি ভাঙচুর করে বিবাদে জড়ানোর চেষ্টা করে। পরে তারা নিজেরা হাতবোমার বিস্ফোরণ করে চলে যায়। মোদাচ্ছের সিকদার নামের এক ব্যক্তি কালকিনির নতুন আন্ডারচর এলাকায় হাতবোমা বানানোর সময় বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন। ওই ঘটনায় তারা হাজী পক্ষের লোকজনকে ফাঁসানোর চেষ্টা করছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT