অভিযান চালিয়ে ৫ কোচিং সেন্টার বন্ধ করে দিল প্রশাসন অভিযান চালিয়ে ৫ কোচিং সেন্টার বন্ধ করে দিল প্রশাসন - ajkerparibartan.com
অভিযান চালিয়ে ৫ কোচিং সেন্টার বন্ধ করে দিল প্রশাসন

4:16 pm , February 13, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে সরকারি নির্দেশে কোচিং সেন্টার বন্ধে বরিশালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অংছিং মারমা’র নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং বানিজ্য পরিচালনা করার অপরাধে ব্রাইট কোচিং, শাহিন ক্যাডেট কোচিং, আলফাব একাডেমি, এসএসসি/ইউসিসি কোচিং সেন্টার এবং রাইট কোচিং কে লিখিত ও মৌখিক মুসলেকা নেয়া হয়। সেইসাথে কোচিং সেন্টারগুলো তাৎক্ষনিকভাবে বন্ধ করে দেওয়া হয়। অভিযানে আইন শৃংখলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। জানাগেছে, সারাদেশে একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা চলাকালীন সময় সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষা মন্ত্রনালয়। যার অংশ হিসেবে ১৩ ফেব্রুয়ারি থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT