4:13 pm , February 13, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবীতে বরিশাল নগরীতে লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ফেব্রয়ারি সকাল ও বিকালে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে বিএনপি।
বেলা ১১টায় সদররোডস্থ দলীয় কার্যালয় থেকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ও বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের নেতৃত্বে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য হুমায়ন কবীর মাসুদ, আজাদ হোসাইন,আব্দুল হালিম মৃধা,আফরোজা খানম নাসরিন, আহমেদ জেকি অনুপম, জাহিদুর রহমান রিপন,মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক মাযহারুল ইসলাম জাহান, মহানগর স্বেচ্ছাসেবকদল আহবায়ক মসিউর রহমান মঞ্জু, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করীম রনি।