বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিসিসির কর্মকর্তাদের সাথে ববির মতবিনিময় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিসিসির কর্মকর্তাদের সাথে ববির মতবিনিময় - ajkerparibartan.com
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিসিসির কর্মকর্তাদের সাথে ববির মতবিনিময়

4:06 pm , February 2, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার কক্ষে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপাচার্যের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবির, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম, বিসিসির বর্জ্য ব্যবস্থাপনা শাখার পরিদর্শক, সহকারি পরিদর্শক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার সাইদুজ্জামানসহ উপাচার্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মতবিনিময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল ময়লা আবর্জনা ১দিন পরপর বিসিসি থেকে অপসারণ করার সিদ্ধান্ত হয়। এতে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অচিরেই একটি পরিচ্ছন্ন ক্যাম্পাসে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য। পাশাপাশি ময়লা আবর্জনা পরিষ্কারে সহায়তা করায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহকে পুনরায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপাচার্য।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT