বিজয়ী হলে গুচ্ছগ্রামবাসীর বাসস্থানসহ জীবনমানের উন্নয়নে কাজ করবো -ফয়জুল বিজয়ী হলে গুচ্ছগ্রামবাসীর বাসস্থানসহ জীবনমানের উন্নয়নে কাজ করবো -ফয়জুল - ajkerparibartan.com
বিজয়ী হলে গুচ্ছগ্রামবাসীর বাসস্থানসহ জীবনমানের উন্নয়নে কাজ করবো -ফয়জুল

4:01 pm , June 4, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বরিশাল সিটিতে গুচ্ছগ্রামগুলোয় হাজার হাজার নাগরিক অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করছেন। আমি নির্বাচিত হলে এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাসস্থানসহ জীবন মানের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। রবিবার নগরীর সাগরদী বাজার ও আমতলা মোড় এলাকায় গণসংযোগ কালে এ কথা বলেন।  তিনি আরো বলেন, নগরীতে বসবাসকারী প্রত্যেকজন নাগরিকই কর্পোরেশনের সকল সুবিধা পাওয়ার অধিকার রাখে। সে হিসেবে আমরা সবগুলো গুচ্ছগ্রাম জরিপ চালিয়ে প্রয়োজন অনুযায়ী তাদের নাগরিক সুবিধাসমূহ নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চালাবে। আইনজীবিদের সাথে সৌজন্য সাক্ষাত করেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। আইনজীবিরা তার পক্ষে কাজ করার আশ্বাস দেন। একই সময়ে আইনজীবিদের অনেকেই প্রার্থীর সাথে গণসংযোগে অংশ নেন। বিকেলে নগরীর ৭নং ওয়ার্ড ভাটিখানা, ৩ নং ওয়ার্ড কাউনিয়া এবং ৩০ নং ওয়ার্ড রেইন্ট্রিতলা এলাকায় গণসংযোগ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT