১৭ দিনে ১ হাজার ২৮২টি মামলা জরিমানা আদায় সাড়ে ২৫ লাখ ১৭ দিনে ১ হাজার ২৮২টি মামলা জরিমানা আদায় সাড়ে ২৫ লাখ - ajkerparibartan.com
১৭ দিনে ১ হাজার ২৮২টি মামলা জরিমানা আদায় সাড়ে ২৫ লাখ

4:05 pm , May 28, 2023

বিসিসি নির্বাচন : নগর ট্রাফিক বিভাগের কঠোর অবস্থান
নিজস্ব প্রতিবেদক ॥ নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে চেকপোস্ট বসিয়ে সাড়ে ২৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে মেট্রোপলিটন পুলিশ। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। বরিশাল মেট্টোপলিটন ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার তানবীর আরাফাত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী গত ৯ মে থেকে ২৬ মে পর্যন্ত এ জরিমানা আদায় করা হয়। ভোট গ্রহণের দিন পর্যন্ত এ অভিযান ও চেক পোস্ট অব্যাহত থাকবে। যেহেতু নির্বাচন কমিশনের নির্দেশনা ছিলো তাই আমরা একটু কঠোর । নির্বাচনের দিন পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। জানা গেছে, মোট ৭২টি চেকপোস্টের মাধ্যমে ১৭ দিনে ১ হাজার ২৮২টি মামলা হয়। এ সময় ৮০১ গাড়ি জব্দও করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। ১ হাজার ২৮২টি মামলা থেকে জরিমানা আদায় করা হয় ১০ লাখ ৯৪ হাজার টাকা। জব্দ গাড়ি থেকে জরিমানা আদায় করা হয় ১৪ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে ২৫ লাখ ৪২ হাজার ৫০০ টাকা আদায় করে পুলিশ। মোটরসাইকেলে সবেচেয়ে বেশি মামলা (১০০১) হয়। এছাড়া জব্দও (১৪৪) হয় বেশি। বর্তমানে এ সিটিতে নির্বাচনী প্রচারের কাজ চলছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন। নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১১৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT