3:47 pm , May 25, 2023
বরগুনা প্রতিবেদক ॥ বরগুনার সদর উপজেলা থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার দিনগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন বরগুনা জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. শহিদুল ইসলাম মিলন। আটক শিপন (১৯) বরগুনা সদর ইউনিয়নের নিমতলী গ্রামের মো. রিপনের ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, শিপন আমতলী এলাকায় ইয়াবা সরবরাহ করতে যায়। গোপনে পাওয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাপড়ের ব্যাগ থেকে ৫০ পিস ইয়াবা সহ শিপনকে আটক করা হয়। শিপনের বিরুদ্ধে আরো কয়েকটি মাদকের মামলা আছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।