দাম কমলো এলপিজি গ্যাসের স্বস্তির নিঃশ্বাস ঘরে ঘরে দাম কমলো এলপিজি গ্যাসের স্বস্তির নিঃশ্বাস ঘরে ঘরে - ajkerparibartan.com
দাম কমলো এলপিজি গ্যাসের স্বস্তির নিঃশ্বাস ঘরে ঘরে

3:49 pm , April 2, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বছর তিনেক আগেও গরুর দুধের চা বিক্রি হতো দোকানে মাত্র ৫ টাকা কাপ। তাও ওভালটিন মেশানো চা। আর এখন গুঁড়ো দুধের চা বেচি ১৫ টাকায় তবুও লাভের মুখ দেখি না। একটানা কথাগুলো বললেন নগরীর জিলা স্কুলের সামনের চা বিক্রেতা সুমন। পাশেই চাচাতো ভাই রফিক ও জসিমের চা বিক্রির দোকানে তখন সিলিন্ডার গ্যাসের দাম কমা নিয়ে চলছে তুমুল আলোচনা। এই প্রথম বাংলাদেশের বাজারে গ্যাসের মতো পণ্যের দাম কমা নিয়ে বিস্ময় প্রকাশ করছেন আলোচকরা।
সুমন বললো এলপিজি গ্যাসের দাম কমেছে বলছে সবাই। কই আমিতো ১৪২০ টাকায় নাভানা ১৩.৩ কেজি সিলিন্ডার কিনে আনলাম আজ সকালেই।
খোঁজ নিয়ে জানা গেছে, আসলেই দাম কমেছে এলপিজি গ্যাসের। এবং তা কমেছে দুপুরের পরে। ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম এখন ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ১ হাজার ৪২২ টাকা ছিলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২ এপ্রিল রবিবার নতুন এ মূল্য ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন। যা রবিবার থেকেই সারাদেশে কার্যকর হবে বলে জানা গেছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর এই সিদ্ধান্তে মিডিয়ার মাধ্যমে জানতে পেরে বরিশালের অনেক পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বরিশালের ভোক্তারা দাম ৯০০ টাকার মধ্যে নামিয়ে এনে তাদের স্বাভাবিক জীবনমানের নিশ্চিত করারও অনুরোধ জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT