উজিরপুরের বীর মুক্তিযোদ্ধার জানাযায় মানুষের ঢল উজিরপুরের বীর মুক্তিযোদ্ধার জানাযায় মানুষের ঢল - ajkerparibartan.com
উজিরপুরের বীর মুক্তিযোদ্ধার জানাযায় মানুষের ঢল

3:53 pm , March 31, 2023

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ও পল্লী চিকিৎসক আনম আব্দুল হাকিম (৭৫) ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার ভোর রাতে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে ৪ পুত্র, ১ কন্যা, ১ স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জুমার নামাজবাদ ধামুরা স্কুল মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। বড়াকোঠা নিজ গ্রামের বাড়ির পাশে বড়াকোঠা মিয়া বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ টার সময় প্রশাসনের রাষ্ট্রীয় মর্যাদা, সালামি ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা সালাম দেন উপজেলা ভূমি কর্মকর্তা শেখ আলাউল ইসলাম ও উজিরপুর মডেল থানার চৌকস পুলিশ অফিসার এস আই রাকিবুল ইসলাম সহ ফোর্স । জানাযায় অংশগ্রহণ করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. তালুকদার মো. ইউনুস , বীর প্রতীক মোহাম্মদ মহিউদ্দিন মানিক, উজিরপুর উপজেলার সাবেক কমান্ডার ও সাবেক এমপি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল রইজ সেরনিয়াবাদ,উজিরপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিন বেপারী, মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশিদ, আকরাম হোসেন,বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম মৃধা, সাবেক চেয়ারম্যান মো: ফিরোজ হোসেন, ওটরা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল খালেক রাড়ি সহ মুক্তিযোদ্ধা, সামাজিক রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। তিনি ধামুরা বন্দরে দেশ স্বাধীন হওয়ার পর থেকে মানুষের সেবায় পল্লী চিকিৎসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT