তারাবীহ নামাজে মসজিদে কিশোর গ্যাংয়ের হামলায় তরুন আহত তারাবীহ নামাজে মসজিদে কিশোর গ্যাংয়ের হামলায় তরুন আহত - ajkerparibartan.com
তারাবীহ নামাজে মসজিদে কিশোর গ্যাংয়ের হামলায় তরুন আহত

3:54 pm , March 30, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ তারাবীহ নামাজের সময় মসজিদে কিশোর গ্যাংয়ের হামলায় তরুন আহত হয়েছে। বুধবার রাতে নগরীর বায়তুল মোকারম জামে মসজিদের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আহত ওয়াহেদ রিজবীকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রিজবীর বাবা মো. বুলবুল মিয়া বাদী হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছেন বলে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ বারী জানিয়েছেন। তিনি বলেন, নামধারী চার কিশোর গ্যাংয়ের সদস্যসহ অজ্ঞাতনামাদের আসামী করা হয়েছে। তাদের বিরুদ্ধে মারধর ও প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ আনা হয়েছে।
হামলার শিকার ওয়াহেদ রিজবী জানান, কিশোর গ্যাংয়ের সদস্য সাকিব, আলফি, আদর, মিজান ও ইমরানসহ অজ্ঞাতনামারা মসজিদে নামাজ পড়তে গিয়ে অন্যকে উত্যক্ত করে। ১০ বছর বয়সী খালাতো ভাই ইফাদকে উত্যক্তের পর মারধর করে। এর প্রতিবাদ করলে নামাজের মধ্যে সাকিব, আলফি, আদর, মিজান ও ইমরানসহ অজ্ঞাতনামারা তাকে বেধরকভাবে মারধর করে। এতে রক্তাক্ত জখম হয়।
রিজবী আরো জানায়, হামলাকারীরা প্রাননাশেরও হুমকি দিয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT