3:30 pm , March 25, 2023
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বাবুগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলার দেহেরগতি ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বাবুগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বিপিএম। বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. ফরহাদ সরদার, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বরিশাল জেলা বিট পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক বীর প্রতীক মহিউদ্দিন মানিক, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর প্রতীক রত্তন আলী শরিফ, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ কাজী জসিম উদ্দিন শুভ,বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মাসুম রেজা, ইউপি সদস্য মোঃ জামাল হোসেন পুতুল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন লাল লস্কর প্রমূখ।