মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত বেড়ে ১৯ মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত বেড়ে ১৯ - ajkerparibartan.com
মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত বেড়ে ১৯

3:43 pm , March 19, 2023

পরিবর্তন ডেস্ক ॥ মাদারীপুরে শিবচরে রেলিং ভেঙ্গে বাস খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। রোববার (১৯ মার্চ) সকালে উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতদের মধ্যে ১৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকিদের নাম পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।’ নিহতরা হলেন- মো. ইসমাইল, হেদায়েত মিয়া বাহার, ফরহাদ সিকদার, অনাদী মন্ডল, মোস্তাক আহমেদ, সবজি শেখ, সুইটি আক্তার, মো. কবির শেখ, আফসানা মিমি, মাসুদ খা, শেখ আব্দুল্লাহ আল মামুন, চিন্ময় প্রসন্ন মন্ডল, মহাদেব কুমার সাধু, আশরাফুল আলম লিংকন, রাশেদ সরদার ও জাহিদ। শিবচর ফায়ার সার্ভিসের লিডার তরুণ অর রশিদ বলেন, ‘সামনের বাম পাশের চাকা ব্লাস্ট হওয়ায় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। পরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়ে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যান। এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।’ শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম আরও বলেন, ‘নিহতদের মরদেহ দাফনের জন্য তাদের স্বজনদের কাছে ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খরচ বহন করা হচ্ছে।’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT