3:35 pm , March 18, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। শনিবার বিকেলে নগরীর শহীদ সোহেল চত্বরে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। তিনি তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। সভায় আরো বক্তব্যে রাখেন সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, এ্যাড. আফজালুল করিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসেন চৌধুরী প্রমুখ।