3:58 pm , March 17, 2023

বিশেষ প্রতিবেদক ॥ জোর করে ইবাদত হয়না। নিজের খেয়াল খুশিতে ইবাদত হয়না। বুজুর্গদের অনুসরণেও ইবাদত হয়না। ইবাদত করতে হলে একমাত্র একজন, নবী করিম (সাঃ) কে অনুসরণ করতে হবে। তিনি যেভাবে ইবাদত করছেন, সেইভাবে ইবাদত করলে তবেই ইবাদত হবে। ১৭ মার্চ শুক্রবার বরিশালের পুলিশ লাইন্স রোডের আহলে হাদিস জামে মসজিদের নিমন্ত্রিত খতিব প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদ রাজ্জাক বিন ইউসুফ এরপর রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন, ইবাদতের জগতে সিয়াম ব্যতিক্রম ইবাদত। যার পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবেন। রমজান কে মূল্যায়ন করতে হলে সবার আগে ঈমানদারদের ইফতার কমাতে হবে এটাও মনে রাখবেন। নবী করিম (সাঃ) শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন উল্লেখ করে রাজ্জাক বিন ইউসুফ বলেন, ১৫ শাবান রোজা রাখা হালুয়া রুটির উৎসব করা কোথায় পেলেন? আল্লাহর নবী (সাঃ) শাবান ও রমজান পুরো দুমাস সিয়াম করতেন। শাবানেও তিনি বেশি বেশি সিয়াম থাকতেন।
এই দিনে এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। কিন্তু তা ১৫ শাবান হয় এ কথাতো নবী করিম (সাঃ) নিজেও জানতেন না। তাহলে আমরা কীভাবে নিশ্চিত হলাম প্রশ্ন তুলে রাজ্জাক বিন ইউসুফ বলেন, নবী করিম (সাঃ) একটানা এক থেকে পনের পর্যন্ত তারও বেশি সময় সিয়াম পালন করতেন। এ মাসে বেশি বেশি রোযা রাখতেন বলে মা আয়েশা ( রাঃ ) এর মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে। প্রতিমাসে অন্তত তিনদিন সিয়াম পালন করার নির্দেশনাও হাদিসে রয়েছে বলে জানান রাজ্জাক বিন ইউসুফ। কোনো আরবী খুতবা না করেই জুম্মার নামাজ শুরু করেন তিনি। আহলে হাদিস সালাফি নিয়মে কাতারবন্দি গায়ে গা ও পায়ে পা মিলিয়ে মুসল্লীরা নামাজে দাঁড়িয়ে যান।