নগরীতে তরুনকে হত্যার চেষ্টায় উঠতি সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা নগরীতে তরুনকে হত্যার চেষ্টায় উঠতি সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
নগরীতে তরুনকে হত্যার চেষ্টায় উঠতি সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা

3:44 pm , March 16, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে তরুনকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখমের ঘটনায় উঠতি সন্ত্রাসীদের মামলা হয়েছে। বৃহস্পতিবার এয়ারপোর্ট থানায় মামলা করেন জখম প্রাপ্ত তরুনের মা। মামলার আসামীরা হলো নগরীর কাশিপুর এলাকায় উঠতি সন্ত্রাসী রিয়ন সিকদার, তার বাবা লিখন সিকদার, সিহাব, রাকিব, রাব্বি কাজী, সাদ, ইজাজুল ইসলাম আবির সহ অজ্ঞাতনামা তিন জন। উঠতি সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মুমুর্ষ রকিবুল ইসলাম রিজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কাশিপুর ইছাকাঠি এলাকার নুরুল ইসলাম খানের ছেলে। বাদী তার মা রুবিনা বেগম অভিযোগ করেন, উঠতি সন্ত্রাসী রিয়নের সাথে তুচ্ছ বিষয় নিয়ে রিজনের বিরোধ হয়। এর জেরে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ইছাকাঠি প্রধান সড়কের সামনে ধারালো অস্ত্র নিয়ে রিজনের নেতৃত্বে উঠতি সন্ত্রাসীরা হামলা করে। তারা রিজনকে এলোপাতারি ভাবে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT