শিশুদের ইমিউনিটি বৃদ্ধি এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠার গুরুত্ব নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে শক্তি দইয়ের কনফারেন্স অনুষ্ঠিত শিশুদের ইমিউনিটি বৃদ্ধি এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠার গুরুত্ব নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে শক্তি দইয়ের কনফারেন্স অনুষ্ঠিত - ajkerparibartan.com
শিশুদের ইমিউনিটি বৃদ্ধি এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠার গুরুত্ব নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে শক্তি দইয়ের কনফারেন্স অনুষ্ঠিত

3:33 pm , March 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ “শক্তিতে বুদ্ধিতে আগামীর বাংলাদেশ” স্লোগান কে সামনে রেখে বন্দর নগরী চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল পেনিনসুলায় গত ১০ মার্চ শুক্রবার একটি সেমিনার অনুষ্ঠিত হয়ে গেলো। অভিভাবকদের তাদের সন্তানদের রোগ প্রতিরোধ ক্ষমতার বিকাশ এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠার গুরুত্ব সম্পর্কে অবহিত করাই ছিলো সেমিনারটির মূল উদ্দেশ্যে। গ্রামীণ ডানোন শক্তি দইয়ের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম এর প্রেসিডেন্ট ডাঃ নাসির উদ্দিন মাহমুদ, জেনারেল সেক্রেটারি ডাঃ চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, ডাঃ মাহমুদ আহমেদ চৌধুরী, ডাঃ এ কে এম রেজাউল করিম, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর দিপেশ নাগ এবং ডিরেক্টর, সেলস অ্যান্ড মার্কেটিং সুরাইয়া সিদ্দিকাসহ চট্টগ্রামের শিশু বিশেষজ্ঞবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ শিশুদের জন্য সুষম খাদ্য সরবরাহের কথা বলেন। তিনি বলেন শিশুদের জন্য শাক সবজি, মাছ, মাংসের পাশাপাশি দুধ এবং দুগ্ধজাত খাবার খাওয়ানোর উপর গুরুত্ব দেন। তিনি আরও বলেন ভবিষ্যত বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়া উঠার বিকল্প নেই। নিজের বক্তব্যে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম এর প্রেসিডেন্ট ডাঃ নাসির উদ্দিন মাহমুদ বলেন “সঠিক পুষ্টি, টিকা এবং হেলদি লাইফস্টাইল শিশুদের একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউনিটি গড়ে তুলতে সাহায্য করে। তিনি শিশুদের বিভিন্ন ধরণের ফল, শাকসবজি, হোল গ্রেইন, চর্বিহীন প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট নিশ্চিত করার কথা বলেন। একই সাথে শিশুদের জন্য খেলাধুলার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি।” বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতাল এর প্রফেসর ডাঃ মাহমুদ আহমেদ চৌধুরী বলেন শিশুদের সময়মতো টিকা দেওয়ার গুরুত্ব বর্ণনা করেন, কারণ, টিকা সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে একটি। সেই সাথে শিশুদের নিয়মিত হাত ধোয়া এবং কাশি বা হাঁচির সময় মুখ ঢেকে রাখার অভ্যাস গড়ে তোলার কথা বলেন।” উক্ত সেমিনারে শিশু লালন পালন ও স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন শেখ হাসিনা মেডিকেল কলেজ খুলনা এর ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ডাঃ নাসরিন আক্তার। এছাড়াও প্যানেল ডিসকাশনে বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত বাবা মায়েদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং শিশুদের সুস্থভাবে বেড়ে উঠার গুরুত্ব সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন। এরপর মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেমিনারটি শেষ হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT