মুজিব নগরের বেদিতে শ্রদ্ধা নিবেদন শব্দাবলী গ্রুপ থিয়েটারের মুজিব নগরের বেদিতে শ্রদ্ধা নিবেদন শব্দাবলী গ্রুপ থিয়েটারের - ajkerparibartan.com
মুজিব নগরের বেদিতে শ্রদ্ধা নিবেদন শব্দাবলী গ্রুপ থিয়েটারের

3:46 pm , March 10, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ মুক্তিযুদ্ধের বিজড়িত ঐতিহাসিক স্থান যেখানে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়েছিলো এবং শপথ করা সেই মুজিব নগরের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে শব্দাবলী গ্রুপ থিয়েটার। শুক্রবার দুপুরে দেশের ঐতিহাসিক এ বেদিতে মহান স্বাধীনতা যুদ্ধের বীর স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী সরকারের সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, শব্দাবলী গ্রুপ থিয়েটার এর সভাপতি সৈয়দ দুলাল, সহ সভাপতি ফারুক হোসেন, সহসভাপতি স্বপন খন্দকার সহ শব্দাবলী পরিবারের সদস্য বৃন্দ। শব্দাবলী পরিবারের সদস্য বৃন্দ বাঙালির ইতিহাসের গুরুত্বপূর্ণ এ জায়গা পরিদর্শনে দুদিনের সফরে গতকাল মেহেরপুরের মুজিবনগরে অবস্থান করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT